ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বীর উত্তম আবু তাহেরের জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৪ নভেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৪ নভেম্বর ২০২১, রোববার। ২৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৬৬৬- দুই কুকুরের দেহে প্রথম রক্ত সঞ্চালন করা হয়।
১৬৯৮- স্পেনের রাজা কার্লোস তার পৌত্র যোসেফ ফার্দিনান্দকে উত্তরাধিকার নির্বাচিত করেন।
১৭৮০- ব্রিটিশরাজ ‘বেঙ্গল গেজেট’ প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে।
১৮৬৫- মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী’ নাটক প্রথম অভিনীত হয়।
১৮৯৬- নায়াগ্রাতে বিদ্যুৎকেন্দ্র চালু হয়।
১৯০৮- খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন প্রথম, আলোক-সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন।
১৯৬৯- তিন মার্কিন নভোচারী চার্লস কনরাড, গর্ডন কুপার ও অ্যালান বিনা অ্যাপোলো-১২ নভোযানে চড়ে চাঁদে যাত্রা করেন।

জন্ম
১৮৪০- ফ্রান্সের বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী ক্লোদ মনে।
১৮৮৯- ভারতের জাতীয় কংগ্রেসের ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু।
১৮৯১- কানাডীয় চিকিৎসক, চিকিৎসাবিজ্ঞানী এবং ইনসুলিন এর সহ-আবিষ্কারক ফ্রেডরিক ব্যানটিং।
১৯০৪- ইংরেজ ক্রিকেটার হ্যারল্ড লারউড।
১৯৩৮- ইংরেজ লেখক কারেন আর্মস্ট্রং।
১৯৩৮- বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার আবু তাহের। তিনি ছিলেন একজন বামপন্থী বিপ্লবী নেতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১১ নং সেক্টরের সেক্টর কমান্ডার। মুক্তিযুদ্ধে অসামান্য রাখার জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। তিনি মৃত্যুবরণ করেন ২১ জুলাই ১৯৭৬ সালে।

মৃত্যু
১৭১৬- জার্মান দার্শনিক এবং গণিতবিদ ছিলেন গট্ফ্রিট লাইব্নিৎস।
১৮৩১- জার্মান দার্শনিক গেয়র্গ ভিলহেল্ম হেগল।
১৮৩২- ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাস্মুস রাস্ক।
১৯২০- ভারতের স্বাধীনতা সংগ্রামী রাজা সুবোধচন্দ্র বসু মল্লিক।
১৯৯৬- মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ভার্জিনিয়া চেরিল।

দিবস
বিশ্ব ডায়াবেটিস দিবস।

কেএসকে/এমএস

আরও পড়ুন