ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

মীর মশাররফ হোসেন ও হুমায়ূন আহমেদের জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৩ নভেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৩ নভেম্বর ২০২১, শনিবার। ২৮ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৭২- সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৯০৭- পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
১৯১৩- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।
১৯৭০- ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে।
১৯৭৭- ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।

জন্ম
১৮৪৭- প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯ ডিসেম্বর, ১৯১১ সালে দেলদুয়ার এস্টেটে ম্যানেজার থাকাকালেই পরলোকগমন করেন তিনি।
১৮৫০- স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেনসন।
১৯২১- বাঙালি লেখক অশোক বড়ুয়া।
১৯৪৮- বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সমাদৃত। তিনি ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মরণোত্তর শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার লাভ করেন। ১৯ জুলাই, ২০১২ সালে তিনি নিউ ইয়র্কের বেলেভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১৯৬৭- ভারতীয় অভিনেত্রী জুহি চাওলা।

মৃত্যু
১২৩১- স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকম।
১৯০৭- ইংরেজ কবি ফ্রান্সিস থমসন।
১৯৮০- বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায়।
২০০১- বাঙালি অভিনেত্রী সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' ও 'অপরাজিতা' সর্বজয়া খ্যাত করুণা বন্দ্যোপাধ্যায়।

কেএসকে/এমএস

আরও পড়ুন