ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

আলফ্রেড নোবেলের জন্ম ও ফজিলতুন্নেসা জোহার প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১১:৪৪ এএম, ২১ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার। ০৫ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১২৯৬ - আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৮৫৭ - ব্রিটিশ সরকার কলকাতায় প্রেসিডেন্সি কলেজ স্থাপনের প্রস্তাব গ্রহণ করে।
১৯৪৩- সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার (স্বাধীন ভারত সরকার) প্রতিষ্ঠার কথা ঘোষণা দেন।
১৯৮৪ - বাংলাদেশে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়।
১৯৯১- একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দু’শ উইকেট পেয়ে কপিল দেবের বিশ্ব রেকর্ড।

জন্ম
১৫৮১- ইতালীয় চিত্রশিল্পী দমেনিকো জাম্পিয়েরি।
১৭৭২- কবি ও সমালোচক স্যামুয়েল কোলরিজ।
১৮৩৩- বিজ্ঞানী ও নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল। একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। তিনি ডায়নামাইট আবিষ্কার করেন। তিনি ব্যবসায়েও বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছিলেন। তার মৃত্যু হয় ১০ ডিসেম্বর ১৮৯৬ সালে।
১৮৬৮- সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটনের।
১৯৩১- ভারতের জনপ্রিয় নায়ক এবং চলচ্চিত্র পরিচালক শাম্মী কাপুর।
১৯৪০- ইংল্যান্ডের ক্রিকেটার জিওফ বয়কট।
১৯৬৭- ইংলিশ ফুটবলার পল ইন্স।

মৃত্যু
১৯৩১- অস্ট্রেলীয় নাট্যকার ও ঔপন্যাসিক আর্টুর শনিটসল।
১৯৭৫- ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।
১৯৭৬- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ও ইডেন কলেজের অধ্যক্ষ ফজিলতুন্নেসা। ফজিলতুন্নেসা জোহার জন্ম ১৮৯৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ও ঢাকা ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। এ হিসেবে তিনি দেশের প্রথম মুসলিম নারী অধ্যক্ষ।
১৯৮৪- ফরাসি চলচ্চিত্র পরিচালক ফ্রাঁসোয়া ক্রুফো।

কেএসকে/এএসএম

আরও পড়ুন