ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্ম

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৬ অক্টোবর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৬ অক্টোবর ২০২১, শনিবার। ৩১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৯০৫- বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।
১৯০৫- স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।
১৯৪৩- বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোক মারা যায়।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।
২০২০- প্রথমবারের মতো কোনো বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

জন্ম
১৯২১- ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক সীতা রাম গোয়েল ।
১৯২৫- অ্যাঞ্জেলা ল্যান্সবারি, একজন ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।
১৯৪৮- অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক হেমা মালিনী।
১৯৫৬- কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।
১৯৭০- জার্মান ফুটবলার ও ম্যানেজার মেহমেট সচহল।

মৃত্যু
১৮৯৬- প্রথম বাঙালি ব্যরিস্টার মনমোহন ঘোষ।
১৯৮১- বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক রাধিকা মোহন মৈত্র।
১৯৯৪- সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।
২০২০- বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী প্রদীপ ঘোষ।

দিবস
বিশ্ব খাদ্য দিবস।
বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস।

কেএসকে/জিকেএস

আরও পড়ুন