রাজা রামমোহন ও সৈয়দ হকের প্রয়াণ
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২৭ সেপ্টেম্বর ২০২১, সোমবার। ১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা
১২৯০- প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।
১৮২১- মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯২৮- যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
১৯৪২- স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
১৯৪৯- বেইজিংকে চীনের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
১৯৬১- সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।
১৯৬২- উত্তর ইয়েমেন গঠিত হয়।
২০০২- পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।
জন্ম
১৯০৬- বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী।
১৯৩২- ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া।
১৯৩২- নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসন।
১৯৭৬- ইতালীয় ফুটবলার ফান্সিস্কো টট্টি।
১৯৮১- নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককুলাম।
১৯৯১- রোমানিয়ান টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ।
মৃত্যু
১৮৩৩- রাজা রামমোহন রায়।
১৯৩৩- বাঙালি কবি, সমাজকর্মী ও লেখক কামিনী রায়।
১৯৭১- মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার নাজমুল হক বীর উত্তম।
১৯৮৪- স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন।
২০১৬- বাংলাদেশি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
২০২০- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
দিবস
বিশ্ব পর্যটন দিবস।
এসইউ/জেআইএম