ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

শরৎচন্দ্রের জন্ম, নিতুন কুণ্ডুর প্রয়াণ

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:১২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৫ সেপ্টেম্বর ২০২১, বুধবার। ৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৮৯৪- পিয়ং ইয়ংয়ের যুদ্ধে জাপানের কাছে চীন পরাস্ত হয়।
১৯১৬- বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ট্যাঙ্ক ব্যবহৃত হয়।
১৯৪৬- বুলগেরিয়ায় গণপ্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৪৭- তমদ্দুন মজলিস পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৫২- ইরিত্রিয়া স্বাধীন হয়।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিসর ও সিরিয়া।
১৯৯৬- ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।
২০০৮- আমেরিকার বিনিয়োগ প্রতিষ্ঠান লেহম্যান ব্রাদার্স দেউলিয়া ঘোষিত হয়।

জন্ম
৭০৬- সিরিয়ার সর্বশেষ সাহাবী হযরত উতবা (রা.)।
১৮৭৬- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
১৮৯০- আগাথা ক্রিস্টি, ইংরেজ অপরাধ কল্পকাহিনি লেখক।
১৯২৯- নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ মারে গেলমান।
১৯৩৭- রবার্ট এমারসন লুকাস জুনিয়র, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।
১৯৪৬- অলিভার স্টোন, একাডেমি পুরস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক।
১৯৭১- নাথান এসল, নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
১৯৮৮- চেলসিয়া কেন, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু
১৯২৬- রুডলফ ক্রিস্টোফ ইউকেন, নোবেল বিজয়ী জার্মান দার্শনিক।
১৯৩৮- টমাস ওয়লফে, আমেরিকান লেখক।
১৯৭৩- ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।
১৯৮৯- রবার্ট পেন ওয়ারেন, আমেরিকান কবি, লেখক ও সমালোচক।
২০০৬- নিতুন কুণ্ডু, বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা।

দিবস
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
জাতীয় আয়কর দিবস।
ভারতের জাতীয় ইঞ্জিনিয়ার দিবস।

এসইউ/জেআইএম

আরও পড়ুন