ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

সেলিম আল দীনের জন্ম, নেতাজির মৃত্যু

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৮ আগস্ট ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৮ আগস্ট ২০২১, বুধবার। ০৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ

ঘটনা
১৮০০- লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৮১২- স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হন।
১৯৫৮- ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।

জন্ম
১৮৭২- বিখ্যাত ব্রিটিশ দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেল।
১৯৩৩- রোমান পোলানস্কি, পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৩৪- গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।
১৯৪৮- ফারুক, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
১৯৪৯- সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার ও গবেষক।
১৯৬৭- দলের মেহেন্দী, ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, লেখক, প্রযোজক, সম্পাদক ও পরিবেশবিদ।

মৃত্যু
১২২৭- চেঙ্গিস খান, প্রধান মঙ্গোল রাজনৈতিক। ইতিহাসে অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি হিসেবে পরিচিত।
১৬৪৮- ইব্রাহিম (উসমানীয় সুলতান), অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন।
১৮৫০- ফরাসি সাহিত্যিক বালজাক।
১৯৪৫- নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।
১৯৬৮- মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
১৯৬৯- হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।
১৯৭৫- শওকত আলী, রাজনীতিবিদ ও বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।
১৯৮০- দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক।

এসইউ/জেআইএম

আরও পড়ুন