ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

যে যুদ্ধে চীনের কাছে পরাজিত হয় ভারত

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৯ জুন ২০২০

ভারত ও চীনের মধ্যে ১৯৬২ সালে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সীমানা নিয়ে বিরোধ থেকে সেই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। ওই যুদ্ধে চীনের কাছে পরাজিত হয়েছিল ভারত। আসুন সেই যুদ্ধের বিস্তারিত জেনে নেই আজ—

যুদ্ধের কারণ: চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান ‘অরুণাচল প্রদেশ’ ও ‘আকসাই চীন’কে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। এভাবে ওই সীমান্ত সমস্যার শুরু হয়। তা শেষ পর্যন্ত দুই দেশকে যুদ্ধের দিকে ধাবিত করে।

in

সমর্থন: চীন-ভারত যুদ্ধে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য ভারতকে সমর্থন করে। অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে মিত্রতা বাড়াতে সচেষ্ট হয়।

দুর্বলতা: যুদ্ধের আগে ভারত চীনের প্রতি অতিরিক্ত সহানুভূতি মনোভাব নিয়ে চলতো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীনের স্থায়ী সদস্য পদ নিয়ে ভারত সমর্থন করে। ভারত তখনো ভাবেনি যে, চীন কোনোদিন ভারতের ওপর হামলা করতে পারে। তবে ভারতের তৎকালীন সেনাপ্রধান কোদানদেরা সুবাইয়া থিমাইয়া চীনকে পাকিস্তানের থেকেও বড় প্রতিপক্ষ মনে করতেন। কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর সাথে তার মত পার্থক্যের কারণ সেটি বাস্তব রূপ নেয়নি।

in

চামদোর যুদ্ধ: ১৯৫০ সালে সংঘটিত এ যুদ্ধে চীনের তিব্বত অধিকারের পর নেহেরু কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেন। তিনি চীনের সাথে সৌহার্দপূর্ণ সহাবস্থানের ব্যাপারে জোর দেন। কেননা তিনি চীনের সম্ভাব্য ভারত আক্রমণ সম্পর্কে আশঙ্কা করেন।

ফলাফল: এ যুদ্ধে চীনা সামরিক বাহিনীর বিজয় হয়। চীন জয়ী হয়ে একতরফা যুদ্ধবিরতি জারি করে। আকসাই চীন দখলে রাখে কিন্তু অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। যুদ্ধের পর ভারত সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করে। ভারতের শান্তিবাদী বিদেশনীতিও কিছুটা পরিবর্তন হয়।

এসইউ/এএ/জেআইএম

আরও পড়ুন