হঠাৎ সাবেক প্রেমিক-প্রেমিকাকে স্বপ্নে দেখছেন কেন?
স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে। পূরণ হোক বা না হোক তাতে ভিন্ন একটা সুখ থাকে। কিন্তু স্বপ্ন সব সময় সুখের হয় না। অনেক সময় তা দুঃস্বপ্নও হয়। শুধু তাই নয়, স্বপ্নে ভেসে উঠতে পারে সাবেক প্রিয়জনের স্মৃতি। অথচ ভুলে যেতে চান সেই অতীত। হঠাৎ স্বপ্ন দেখে সে সব মনে পড়ে গেলে কষ্ট হয়। কেন এমন স্বপ্ন দেখে মানুষ? তাহলে জেনে নিন তার চারটি কারণ-
পুরোনো দিনের স্মৃতি: সম্পর্ক সব সময় পরিণতি পায় না। আপনি কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বা খুব খারাপভাবে কোনো সম্পর্ক শেষ হয়েছে। সে ক্ষেত্রে ঘুমের মধ্যে মাঝে মাঝে ভেসে আসতে পুরোনো দিনের স্মৃতি। যা আপনার মনে হয়তো দাগ কেটে আছে। ফলে সম্পর্ক ভেঙে গেলেও স্মৃতিগুলো মনের মধ্যে থেকে যায় অনেক দিন। ফলে ঘুমের ঘোরে হঠাৎ পুরোনো দিনের কথা মনে পড়ে যেতে পারে।
বিশেষ মুহূর্ত বা কথা: ঘুমের মধ্যে অনেক সময় সাবেক প্রিয় মানুষটির সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর স্বপ্ন দেখতে পারেন। তার মানে এই নয় যে, আপনি আবার তার কাছে ফিরে যেতে চাইছেন। হতে পারে, বর্তমানে আপনি যে সম্পর্কে রয়েছেন; সেখানে আগের সম্পর্কের পুরোনো অনেক স্মৃতি মিস করছেন। নতুন সম্পর্ক নিয়ে সুখী থাকলেও অতীতের মানুষটির সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত বা কথা দাগ কেটে যায় মনে। সেগুলোই ঘুরে-ফিরে আসে স্বপ্নে।
চিন্তা-ভাবনা: পুরোনো প্রিয়জনের সঙ্গে সম্পর্ক পুরোপুরিভাবে শেষ হয়ে গেলেও বিষয়টি এখনো মন থেকে মেনে নিতে পারেননি। ফলে বিষয়টি নিয়ে আপনি খুব চিন্তা-ভাবনা করছেন। যে কারণে রাতের বেলা ঘুমের সময়ও হঠাৎ ভেসে আসতে পারে সাবেক প্রিয় মানুষটির কিছু কথা, কিছু স্মৃতি।
বর্তমানের সঙ্গে মিল: আগের মানুষ আর বর্তমান সম্পর্কের মধ্যে কথা-বার্তায়, ব্যবহারে যদি মিল থাকে, তাহলেও মনে পড়তে পারে সাবেক মানুষটির কথা। কেননা আমাদের স্বপ্নে ঘুরে-ফিরে আসে সুখের মুহূর্ত বা বিশেষ কোনো দিনের ছবি। সে সব মুহূর্ত যদি সাবেক প্রেমিক বা প্রেমিকাকে কেন্দ্র করে গড়ে ওঠে, তাহলে স্বপ্নে হঠাৎ তাদের যাতায়াতের সম্ভাবনা বেড়ে যায়।
এসইউ/পিআর