ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

পায়ে ‘শিং’ লাগানো রহস্যময়ী নারীর গল্প

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০১ নভেম্বর ২০১৮

ঠিক শিং নয়; শিঙের মতোই দেখতে। রাস্তায় এমন শিংওয়ালা পা দেখলে চমকে যাওয়ারই কথা। মনে হতে পারে, তার পায়ে হয়তো শিং গজিয়েছে। এটা হয়তো তার শারীরিক কোনো সমস্যা।

জানা যায়, কানাডার রাস্তায় এমন পা দেখা গিয়েছে। আসল কথা হচ্ছে, এটি শিংওয়ালা পা নয়। এটি এক ধরনের জুতো। নারীদের জন্য এমনভাবেই ‘হিল জুতো’ বানানো হয়েছে।

একদম ত্বকের রঙে তৈরি এই জুতোর ডিজাইন করেছে বিখ্যাত ব্র্যান্ড ফেসাল ম্যাটার। শুধু ত্বকের রঙেই নয়, এই ‘হিল জুতো’র বাইরের অংশও পায়ের মতো। পায়ের ভাঁজ, খসখসে ব্যাপারও ফুটিয়ে তোলা হয়েছে জুতোর ডিজাইনে।

hill-in

> আরও পড়ুন- কয়েদির সঙ্গে প্রেম! তারপর যা হলো

এক জোড়া জুতোর দাম ১০ হাজার ডলার। জুতোটি যিনি পরবেন, তার ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে সিলিকন দিয়ে তৈরি করা হয়। যদি পায়ে কোনো তিল থাকে, সেটিও ডিজাইনের অংশ হয়ে যায়।

অনেকেই এই জুতোকে ‘বিরক্তিকর’ বা ‘ভয়ঙ্কর’ বলেছেন। কিন্তু টুইটারে ছবিটি ভাইরাল হয়ে যায়। তারপর অনেকেই এই ‘শিল্পকর্মের’ প্রশংসা করেছেন।

দেখুন ভিডিও-

 
 
 
View this post on Instagram
 
 

It's real

A post shared by Fecal Matter (@matieresfecales) on

এসইউ/পিআর

আরও পড়ুন