ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

৯ হাজার টাকায় এক কেজি সোনার মিষ্টি!

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

মিষ্টি খেতে সবাই পছন্দ করে। এমনকি চিকিৎসকের নিষেধাজ্ঞা থাকলেও ডায়াবেটিস আক্রান্তরাও সুযোগ পেলে দু’একটা গিলে নেন। কারণ মিষ্টি মানেই অন্যরকম স্বাদ। অন্যরকম মজা। কিন্তু এই মিষ্টির দাম শুনলে খাওয়া তো দূরের কথা দৌড়ে পালানোর মতো অবস্থা হয়।

ভারতের গুজরাট রাজ্যের সুরাটের মিষ্টির দাম শুনে অনেকেই মিষ্টি খাওয়া ভুলে গিয়েছেন। তবে বিশেষ এই মিষ্টি রাখি পূর্ণিমার আগে বিক্রি হয়েছে। সুরাটের একটি দোকানে এ ধরনের মিষ্টি বিক্রি হয়েছে ৯ হাজার টাকা কেজি দরে। তবে দাম শোনার পর অনেকেই তা কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন।

sweet-in.jpg

> আরও পড়ুন- ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’

মিষ্টির দোকানদার জানান, প্রতিটি মিষ্টির উপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারেট সোনার ফয়েল। যা দিয়ে পুরো মিষ্টিটি মোড়া রয়েছে। স্থানীয়রা জানান, এ মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভালো। দামি হলেও মিষ্টিগুলোর চাহিদা ভালো। সোনায় মোড়া এই মিষ্টি আকর্ষণ করছে সবাইকে।

জানা যায়, মিষ্টির দোকানের নাম ‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’। সোনার এই মিষ্টি বোনেরা উপহার দেবেন বলে অর্ডার দিয়েছেন ভাইদের জন্য। রাখি পূর্ণিমা উপলক্ষে বাজারে আসে এই মিষ্টি। তবে দাম যতই বেশি হোক, কেনার লোক আছে।

এসইউ/এমএস

আরও পড়ুন