দেখুন বিখ্যাত ১০ জাদুর আসল রহস্য!
ছোটবেলা থেকেই হাটে-বাজারে জাদু দেখে অভ্যস্ত আমরা। প্রযুক্তির ছোঁয়ায় টেলিভিশনের পর্দায়ও দেখা যায় জাদু। আমাদের প্রত্যেকেরই জাদুর প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। বিশ্বাস করি বা না করি, জাদু দেখে আমরা মজা পাই। শেখার আগ্রহও কম মানুষের নয়। কিন্তু সবাই শিখতে পারি না।
জাদু দেখার সময় আমাদের চোখের পলক পড়ে না। চোখের পলকে যদি কোনো কিছু অগোচরে চলে যায়। জাদুতে আমরা দেখতে পাই কোনো নারী শূন্যে ভাসছে। আবার কখনো দেখা যায়, কারো শরীর কেটে দু’ভাগ করা হয়েছে। কেউবা মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছেন চোখের সামনে থেকে।
> আরও পড়ুন- ২ হাজার বছর আগেও ছিল সাইকেল!
সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে- কীভাবে সম্ভব? কেমন করে চোখে ধাঁধা লাগিয়ে করা হয় এমন। তা নিয়ে প্রশ্ন থাকলেও উত্তর খোঁজা খুব কঠিন। আসলে জাদুকররা নাকি মানুষের চোখে একটি ‘ইলিউশন’ তৈরি করে। আর তার মধ্য দিয়েই মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায় দৃশ্যমান জিনিসপত্র।
যুগ যুগ ধরে হয়ে আসা এসব জাদুর একটি বিশেষ পন্থা তো অবশ্যই আছে। তবে সেসব গোপন রাখা হয়। নিজেদের স্বার্থেই এসব তত্ত্ব লুকিয়ে রাখেন জাদুবিদ্যার অধিকারীরা। সে যা-ই হোক, আজ এই লেখার শেষে দেওয়া ভিডিওতে সেরকম কিছু জাদুর রহস্যের সমাধান করতে পারবেন।
বিশ্বের সবচেয়ে বিখ্যাত ১০টি জাদুর আসল রহস্য জানতে পারবেন এখানে-
এসইউ/পিআর