ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

দিনের আকাশে ‘ছোটদের চাঁদ’!

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৮ আগস্ট ২০১৮

রক্তচন্দ্রের পর ভারতের আকাশে এবার ‘ছোটদের চাঁদ’ দেখার বিরল ঘটনার সম্ভাবনা রয়েছে। আর এ সুযোগ থাকবে আগামী শনিবার পর্যন্ত। ২৭ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখতে পারেননি। তারা কিন্তু এ সুযোগটি লুফে নিতে পারেন।

জানা যায়, চাঁদটি রাতে নয়, বরং দিনের আকাশে দেখা যাবে। সেদিন আকাশ যদি পরিষ্কার থাকে তাহলেই ভারত থেকে দেখা যাবে বিরল এই ঘটনা। এ কয়দিন ভারতের আকাশে চন্দ্রোদয় হবে রাত ১১টার পর। ফলে চাঁদ ডুবতে সময় লেগে যাবে। ফলে সূর্যোদয়ের পরেও বেশ কিছুক্ষণ তা দেখা যাবে।

বিরল এ ঘটনাকেই বলা হচ্ছে— ‘চিলড্রেন্স মুন’ অর্থাৎ ‘ছোটদের চাঁদ’। রাতের বেলা যেহেতু শিশুরা ঘুমিয়ে থাকে, সেহেতু তারা চাঁদ দেখতে পায় না। ফলে দিনের আকাশে ওঠা এই চাঁদ ছোটরা অনায়াসেই দেখতে পারবে। যে কারণে এ ঘটনার নামকরণ করা হয়েছে ছোটদের চাঁদ।

এসইউ/এমএস

আরও পড়ুন