ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

চা বিক্রেতার প্রশংসা করলেন মোদি

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ৩১ মে ২০১৮

চা বিক্রি করে দরিদ্র শিশুদের পড়াশোনার খরচ জোগান তিনি। হাসপাতালে গিয়ে রোগীর সেবাও করেন। এ পর্যন্ত রক্তদান করেছেন ২১৭ বার! তার নাম ডি প্রকাশ রাও। তার বসবাস ভারতের উড়িষ্যা রাজ্যে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ মে ‘মন কি বাত’ অনুষ্ঠানে জানিয়েছেন এ কথা। এর আগের দিনই তিনি দেখা করেছিলেন প্রকাশের সঙ্গে। উড়িষ্যা গিয়ে প্রকাশের সঙ্গে সাক্ষাৎ করতে চান মোদি। এ খবর পেয়ে ১৫-২০ জন শিশু সঙ্গে নিয়ে প্রকাশ পৌঁছে যান মোদির কাছে। এ সময় দু’জনের মধ্যে ১৮ মিনিট কথাও হয়।

প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ অনুষ্ঠানে জানান, নিজের উপার্জনের অর্ধেক টাকা শিশুদের জন্য খরচ করেন প্রকাশ। ‘আশা আশ্বাসন’ নামে একটি স্কুল চালান তিনি।

এসইউ/পিআর

আরও পড়ুন