ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

নারীরা যে দশটি মিথ্যা কথা বলেন

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ মে ২০১৮

নারী-পুরুষ উভয়ই মিথ্যা বলেন। তা অস্বীকার করার উপায় নেই। তবে ঠুনকো বিষয়েও নারীদের মিথ্যা বলার প্রবণতা তো রয়েছেই। পুরুষরা অবশ্য এ ক্ষেত্রে অনেকটাই স্বতন্ত্র। আসুন জেনে নেই কোন কোন মিথ্যা কথা নারীরা বেশি বলে থাকেন।

১. ‘এক মিনিটেই রেডি হচ্ছি’- নারীদের বলা সবচেয়ে বড় মিথ্যা কথা বোধহয় এটিই।
২. ওজন জানতে চাইলে তারা কখনোই সঠিক তথ্য দিবেন না।
৩. অকারণে মিথ্যা বলে পুরুষদের বিভ্রান্ত করাও তাদের স্বভাব।
৪. পার্টিতে কার সঙ্গে কী হয়েছিল- এ প্রশ্নের উত্তরে কেউ সত্য বলবেন না।
৫. বয়স জানতে চাওয়াই যেন অপরাধ। জানা গেলেও তার সত্যতা পাওয়া কঠিন।
৬. ‘শরীর নয়, মনই সব’- এ কথা অনেক নারীই বলে থাকেন।
৭. অফিসে বসে বা ফোনের ওপারে বান্ধবীর সঙ্গে আড্ডা চলছে। কিন্তু বলবে, ‘খুব বিজি’।
৮. বান্ধবীর সঙ্গে স্বামী বা প্রেমিক নিয়ে ঠিক কী কথা হয়? কোনো দিনও সঠিক উত্তর পাবেন না।
৯. বান্ধবীর সঙ্গে কী বিষয়ে ফিসফাস হয়, জানতে চাইলে মিথ্যাই বলবেন।
১০. প্রাক্তন প্রেমিক বা স্বামী সম্পর্কে মিথ্যা অভিযোগও করতে শোনা যায়।

এসইউ/জেআইএম

আরও পড়ুন