ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

যা কখনোই পকেটে রাখবেন না

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ০২ মে ২০১৮

পকেট তো জিনিসপত্র রাখার জন্যই। তা বলে কি সব জিনিসই রাখা যায়? বাস্তুশাস্ত্র মতে, এই অভ্যাস নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তবে ঠিক কোন কোন জিনিস পকেটে রাখা যাবে না, তার একটি তালিকা পেশ করা হলো-

• পুরনো বিল পকেটে রাখবেন না। এর কোনো দাম নেই। চাইলে অন্য কোথাও রাখুন।
• পকেটে স্বল্পবসনা নারীদেহ বা ওই জাতীয় কোনো ছবি কখনোই রাখবেন না।
• হাবিজাবি লেখা কোনো কাগজ রাখবেন না। এতে অশুভশক্তিকে আকর্ষণ করে।
• টাকা সুবিন্যস্তভাবে রাখবেন। দলা পাকিয়ে রাখলে আর্থিক দুর্ভাগ্য শুরু হতে পারে।
• ভাজা খাবার পকেটে রাখবেন না। এমন কাজ থেকে বিরত থাকুন।
• ওষুধ রাখবেন না। এতে স্বাস্থ্যঘটিত দুর্বিপাক শুরু হতে পারে।
• কোনো ধারালো অস্ত্র যেমন ছুরি, কাঁচি, ব্লেড পকেটে রাখবেন না।
• কোনো মৃত ব্যক্তির ছবি পকেটে রাখবেন না।
• ডোর, তাগা, তাবিজ পকেটে রাখবেন না। তা অন্যত্র রাখুন।

এসইউ/জেআইএম

আরও পড়ুন