ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

নববর্ষে টাকা দিয়ে সাজানো হলো মন্দির!

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০১৮

১৫ এপ্রিল প্রতিবেশি দেশ ভারতে পালিত হয়েছে বাংলা নববর্ষ। শুধু কলকাতা নয়, সেদিন কেরালা, অাসাম, তামিলনাড়ু ও উড়িস্যায়ও পালিত হয়েছে নববর্ষ। তামিলনাড়ুতে নববর্ষকে বলা হয় ‘পুথান্ডু পিরাপ্পু’। এই তামিলনাড়ুর একটি মন্দিরেই চোখে পড়েছে ব্যতিক্রমী অায়োজন। মন্দিরটি সাজানো হয়েছে টাকা দিয়ে।

temple-in-(1)

ভারতের গণমাধ্যম জানায়, চেন্নাইয়ের অরুমবক্কমে অবস্থিত ‘বালা বিনয়নগর মন্দিরে’ করা হয় বিশেষ আয়োজন। যে কারণে অন্য মন্দিরের চেয়ে এ মন্দির বিশেষভাবে আলোচিত। আর সেটি হচ্ছে মন্দিরের ভেতরের সাজসজ্জা। সেখানে ফুল বা আলো দিয়ে না সাজিয়ে পুরো মন্দির সাজানো হয়েছে টাকা দিয়ে।

জানা যায়, মন্দিরের ভেতরে সাজাতে ১-২০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে। মন্দিরে ঢোকার সময় থেকেই টাকার এই সাজ দেখে চমকে উঠেছেন ভক্তরা। এভাবে মন্দিরের ভেতরে গণেশের মূর্তি, কলাম, পিলার- সব কিছুতেই ছিল টাকার নোট।

temple-in-(2)

আয়োজকরা জানান, পুরো মন্দিরে মোট ৪ লাখ টাকার নোট ব্যবহার করা হয়েছে। তবে নোটগুলো আসল কিনা, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

চাইলে মন্দিরের ভিডিওতে দেখতে পারেন-

এসইউ/পিআর

আরও পড়ুন