যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণের সফলতা
বাংলাদেশের সন্তান শেহজাদ নূর তাউস বর্তমানে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াশোনা করছেন। পাশাপাশি ‘ডিপ লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে কাজ করছেন আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াতে।
সম্প্রতি বাংলাদেশি এ তরুণের প্যান্টেন্ট ‘ইউএস প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্কস’ অফিসের তালিকাভুক্ত হয়েছে। শেহজাদের প্যাটেন্টের নাম ‘থ্রিডি অবজেক্ট লোকালাইজেশন ফর অবস্টাকল অ্যাভয়ডেন্স ইউজিং ওয়ান-শট সিএনএন’।
গত সপ্তাহে তার এই প্যাটেন্ট তালিকাভুক্ত হয়। তার প্রথম প্যাটেন্ট অ্যাপ্লিকেশন এটি। প্রথম কাজের সফলতায় অনেক খুশি তিনি। এ সম্পর্কে শেহজাদ বলেন, ‘কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না।’
জানা যায়, শেহজাদের প্যাটেন্টটি কেবল প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষার প্রহণ গোনা।
এসইউ/এমএস