ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

নববর্ষে অগ্নিবীণার ব্যতিক্রমী আয়োজন

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে ভিন্ন ধরনের আয়োজন করতে যাচ্ছে নজরুলচর্চা ও গবেষণা প্রতিষ্ঠান অগ্নিবীণা ঢাকা মহানগর সংসদ আগামী ২২ এপ্রিল বিকেল ৩টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখী ঝড়/ তোরা সব জয়ধ্বনি কর।’- এ বাণীকে প্রতিপাদ্য করে বাঙালির মুক্তি-সংগ্রামের চেতনায় উদযাপন করা হবে নববর্ষ। এতে দেশের বিভিন্ন অঞ্চলের বরেণ্য কণ্ঠশিল্পী, আবৃত্তিশিল্পী এবং কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করবেন।

এ বছর একজন শীর্ষ কবিকে ‘জাতীয় কবি সম্মাননা’ দেওয়া হবে। এছাড়া পাঁচ জনের হাতে ‘কবি নজরুল সাহিত্য পুরস্কার-২০১৭’ তুলে দেবে অগ্নিবীণা।

অগ্নিবীণা ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক কবি ফখরুল হাসান বলেন, ‘বাংলা নববর্ষকে অগ্নিবীণা ভিন্নভাবে বরণের সিদ্ধান্ত নিয়েছে। এ আয়োজনে যুক্ত হওয়ার জন্য সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে বিনম্র অাহ্বান জানাচ্ছি।’

এসইউ/এমএস

আরও পড়ুন