চা বিক্রি করে মাসে ১২ লাখ টাকা আয়!
পাড়া বা মহল্লায় চায়ের দোকান একটি গুরুত্বপূর্ণ স্থান। সে সব দোকানে চায়ের সঙ্গে অন্যান্য সামগ্রীও পাওয়া যায়। তবে শুধু চা বিক্রি করেই মাসে ১২ লাখ টাকা আয় করে ‘ইয়েওলে টি হাউস’। দোকানটি ভারতের মহারাষ্ট্রের পুণে নামক শহরে অবস্থিত। পুণের এ চায়ের দোকানটির দু’টি শাখাও রয়েছে।
দোকানের অন্যতম প্রতিষ্ঠাতা নভনাথ ইওলে জানান, পুণে শহরে ভালো চায়ের দোকান ছিল না। শহরে অনেক চায়ের দোকান থাকলেও মানুষের চাহিদামতো স্বাদের চা আসলে ছিল না। তাই চার বছর ধরে পরীক্ষা-নিরীক্ষা করে চাহিদাসম্পন্ন চায়ের একটি নির্দিষ্ট স্বাদ তৈরি করেছেন তারা।
নভনাথ জানান, দু’টি দোকান মিলিয়ে প্রতি মাসে তারা ১০-১২ লাখ টাকার চা বিক্রি করেন। প্রতিটি দোকানে দৈনিক ৩-৪ হাজার কাপ চা বিক্রি হয়। প্রতিটি দোকানে ১০-১২ জন কর্মচারী রয়েছেন। ভবিষ্যতে আরো শাখা বাড়িয়ে কয়েক হাজার মানুষের কর্মস্থান করাই তাদের লক্ষ্য।
এসইউ/জেআইএম