ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

বিপ্লবী চে গুয়েভারার বিরল ছবি

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১০:১২ এএম, ০৯ অক্টোবর ২০১৭

বিপ্লবী চে গুয়েভারার প্রকৃত নাম ‘এর্নেস্তো গুয়েভারা দে লা সের্না’। তবে তিনি ‘চে’ নামেই বেশি পরিচিত। চে গুয়েভারার জন্ম ১৯২৮ সালের ১৪ জুন। তিনি মৃত্যবরণ করেন ১৯৬৭ সালের ৯ অক্টোবর। মৃত্যুবার্ষিকীতে তাঁর বিরল কিছু ছবি তুলে ধরা হলো-

১.
india
চে গুয়েভারা ছিলেন একজন বিপ্লবী, চিকিত্সক, লেখক, চিত্রগ্রাহক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ এবং সামর তত্ত্ববিদ। ১৯৫৯ সালে ভারতবর্ষে এলে তাঁকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছিল।

২.
havana
চে গুয়েভারা কিউবার এবং পরবর্তীতে সমগ্র ল্যাটিন আমেরিকার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হন। ১৯৬০ সালে সস্ত্রীক হাভানার রাজপথে দেখা যায় তাঁকে।

৩.
amazan
বহু গুণে গুণান্বিত মানুষটি ১৯৫২ সালে সহযোদ্ধা আলবার্তো গ্রানাডোর সাথে মাছ শিকারে আমাজন নদীতে গিয়েছিলেন।

৪.
mosko
তিনি বলতেন, ‘সারা বিশ্বের শোষিত জনগোষ্ঠীর একমাত্র চিত্কার এখন, হয় স্বদেশ অথবা মৃত্যু’। তাঁকে ১৯৬৪ সালের নভেম্বরে মস্কোর রেড স্কয়ারে দেখা যায়।

৫.
death
বিপ্লবী চে গুয়েভারাকে ১৯৬৭ সালের ৭ অক্টোবর গ্রেফতার করে বন্দী করা হয়। ৯ অক্টোবর ৯টি গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এসইউ/পিআর

আরও পড়ুন