ভিডিও EN
  1. Home/
  2. ফিচার

স্বাধীনতা: অতীতের গৌরব, ভবিষ্যতের শক্তি

ফিচার ডেস্ক | প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৫

স্বাধীনতা শুধু একটি জাতির মুক্তির গল্প নয়, এটি প্রতিটি প্রজন্মের কাছে নতুন করে পথচলার প্রেরণা। আজকের তরুণদের চোখে স্বাধীনতার মানে কি শুধু ইতিহাসের গৌরবগাথা, নাকি এটি ভবিষ্যৎ গড়ার শক্তি? স্বাধীনতার আদর্শ নিয়ে তরুণরা কীভাবে এগিয়ে যেতে চায়, কোন স্বপ্ন তারা বুকে ধারণ করে-সেই ভাবনাগুলো জানার চেষ্টা করেছে জাগো নিউজ। এতে মতামত দিয়েছেন কয়েকজন তরুণ শিক্ষার্থী-

স্বাধীনতার আলোয় তারুণ্যের নতুন শপথ
তানজিদ শুভ্র
শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতার গল্প শুধু অতীতের গৌরবগাথা নয়, বরং এটি আমাদের পথচলার অনন্ত প্রেরণা। প্রতি বছর ২৬ মার্চ আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতার মানে কেবল শৃঙ্খলমুক্তি নয়, বরং আত্মমর্যাদা, উন্নয়ন ও এগিয়ে যাওয়ার অবিরাম শপথ।

স্বাধীনতা দিবস আমাদের স্বপ্ন দেখায়, সাহস যোগায়, আর দায়িত্ববোধ জাগিয়ে তোলে। স্বাধীনতা মানে কেবল স্বাধীন ভূখণ্ড নয়, বরং স্বাধীন চিন্তা, উন্নত দেশ, এবং ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দাঁড়ানোর শক্তি। স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন তখনই হবে, যখন আমাদের মতো তরুণ প্রজন্ম নিজের অবস্থান থেকে দেশ গড়ার দায়িত্ব নেবে। শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তথ্য-প্রযুক্তির আলোয় বিশ্বের সঙ্গে তাল মিলয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের শপথ। এই মহান স্বাধীনতা দিবসে, প্রজন্মের মনে নতুন শপথ জাগুক, ‘আমরা গড়ব আগামীর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায়, নির্ভীক মনোবলে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তরুণদের চোখে স্বাধীনতার অর্থ
সাইমা হাসান
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।

স্বাধীনতা দিবস শুধু একটি তারিখ নয়, এটি এক চেতনার নাম, যা প্রতিটি হৃদয়ে স্বপ্ন জাগায়, পথচলার অনুপ্রেরণা দেয়। প্রজন্ম বদলায়, কিন্তু স্বাধীনতার মূল চেতনা এক-নিজেকে জানার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, এবং ভবিষ্যৎকে আলোকিত করার সংকল্প।

বিজ্ঞাপন

আজকের তরুণদের কাছে স্বাধীনতা শুধু একটি ভূখণ্ডের নয়, বরং চিন্তার মুক্তি, স্বপ্ন দেখার অধিকার এবং তা বাস্তবায়নের সুযোগ। তারা স্বাধীনতাকে দেখে সাম্য, ন্যায় ও মানবাধিকারের প্রতীক হিসেবে। তারা চায় এমন এক সমাজ, যেখানে প্রতিটি কণ্ঠস্বর মূল্য পাবে, নারীরা সমান সুযোগ পাবে, যেখানে ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদ বাধা হয়ে দাঁড়াবে না। শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির শক্তিতে তারা দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু স্বাধীনতা শুধু পাওয়া নয়, এটিকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সত্যিকারের স্বাধীনতা তখনই সম্ভব, যখন সবাই মুক্ত চিন্তা করতে পারবে, নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে এবং অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াবে।

স্বাধীনতা কোনো উৎসব নয়, এটি এক নিরবচ্ছিন্ন সংগ্রাম, এক অবিরাম পথচলা। তরুণদের হাতেই রয়েছে আগামীর পতাকা-যেখানে ন্যায়, প্রগতি ও ভালোবাসার আলোয় উদ্ভাসিত হবে প্রকৃত স্বাধীনতা।

তরুণদের স্বপ্নে স্বাধীনতার নতুন রূপ
সফিউল ইসলাম
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ, ফেনী

বিজ্ঞাপন

স্বাধীনতা শুধু অতীতের গৌরবগাথা নয়, এটি ভবিষ্যৎ গড়ার শক্তি। আজকের তরুণদের কাছে স্বাধীনতার অর্থ হলো নিজ নিজ স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। তারা ইতিহাসের গৌরবকে সম্মান জানালেও, স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন করতে চায় উন্নয়ন, ন্যায়বিচার ও সমানাধিকারের মাধ্যমে।

তরুণরা বিশ্বাস করে, স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য তখনই সফল হবে যখন সমাজে বৈষম্য থাকবে না, শিক্ষার সুযোগ সবার জন্য উন্মুক্ত হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত হবে। তারা প্রযুক্তি, বিজ্ঞান, উদ্যোক্তাবৃত্তি ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়। তাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত প্রশাসন, সবার জন্য স্বাস্থ্যসেবা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া।

তরুণরা স্বাধীনতার আদর্শকে ধারণ করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা ও নৈতিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চায়। তারা কুসংস্কার, দারিদ্র্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করে একটি আলোকিত জাতি গঠনের স্বপ্ন দেখে। তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও দেশপ্রেমই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুতরাং স্বাধীনতা শুধু ইতিহাসের গল্প নয়, এটি তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার এক অবিচল প্রেরণা।

বিজ্ঞাপন

স্বাধীনতার পরশ পাথর
তিথি দাস
শিক্ষার্থী, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল

একটি প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বর্তমান সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাটির গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ইতিহাসের পাতা উল্টালে আমাদের স্বাধীনতা অর্জনের বিভিন্ন ঘটনা আমরা উপলব্ধি করতে পারি তবে শুধু উপলব্ধিই নয়, আমাদের উচিত আমাদের মহান স্বাধীনতার প্রতিটি অধ্যায় থেকে শিক্ষা অর্জন করা, আমাদের উচিত দেশের ভবিষ্যত উন্নয়নের কথা মাথায় রেখে সংগঠিত হয়ে কাজ করা। স্বাধীনতা আমাদের অহংকার। প্রতিটি জাতির জন্যই স্বাধীনতা এক গর্বের বিষয়। তবে জনগণের ক্রমাগত অবহেলা এবং অলসতা সেই স্বাধীনতার তাৎপর্যকে কলঙ্কিত করে দেয় এবং বহিঃশত্রু দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন স্বাধীনতা তার যথার্থ মর্যাদা হারায়। স্বাধীনতা শুধু ইতিহাসের গল্প নয়, বরং এটি বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি দায়িত্বও বটে। স্বাধীনতাকে শুধু উদযাপন নয়, রক্ষা ও উন্নয়নের বিষয় হিসেবেও দেখা আমাদের নৈতিক কর্তব্য। এই বার্তা শুধু বর্তমানের জন্য নয়, প্রজন্ম থেকে প্রজন্মের কারণ আমাদের স্বাধীনতার মান অক্ষুন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।

অতীতের গৌরব, ভবিষ্যতের শক্তি
শ্রী গৌরাঙ্গ উংকুর সরকার
শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, ঢাকা

বিজ্ঞাপন

স্বাধীনতা কেবল একটি ঐতিহাসিক অর্জন নয়, এটি প্রতিটি প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আজকের তরুণদের কাছে স্বাধীনতার অর্থ হলো নিজের চিন্তা, বিবেক ও সৃজনশীলতার স্বাধীন বিকাশ। আমি বিশ্বাস করি, স্বাধীনতা মানে শুধু মুক্ত আকাশ নয়, বরং আত্মনির্ভরশীল এক জাতি গঠনের অঙ্গীকার। আমরা এই স্বাধীনতাকে ব্যবহার করতে চাই দুর্নীতি, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে। প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমাদের স্বপ্ন একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ, যেখানে স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু ইতিহাসের গল্প হয়ে থাকবে না, বরং প্রতিটি নাগরিকের জীবনে বাস্তবায়িত হবে। স্বাধীনতা তখনই পূর্ণতা পায়, যখন তরুণরা দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নে কাজ করে, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, এবং সত্যিকারের স্বাধীন সমাজ গঠনে অবদান রাখে।

স্বাধীনতা একটি নীরব প্রতিজ্ঞা
রিকমা আক্তার
শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।

স্বাধীনতা শুধু একটি শব্দ নয়। এটি একটি জাতির জীবনের মূল্যবান সম্পদ। স্বাধীনতা শব্দটি তরুণ প্রজন্মের কাছে এগিয়ে যাওয়ার প্রেরণা। দেশের স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পদার্পণ করলেও আমাদের এখনো শুধু স্বপ্ন দেখেই যেতে হয়। পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গেলে দেখা যায়, না পাওয়ার তালিকাটাই আমাদের বড়। আমরা এখনো সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ। রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় কাঁদা ছুঁড়াছুঁড়ি, সামাজিক বৈষম্য, নারী-পুরুষের বৈষম্য এগুলো এখনো আমাদের নিত্যদিনের ঘটনা। এই বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে, শুধু পুঁথিগত শিক্ষা নয় বরং কারিগরি এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। রাজনৈতিক এবং ধর্মীয় কাঁদা ছুঁড়াছুঁড়ি বাদ দিয়ে দেশের স্বার্থে সবার একসঙ্গে কাজ করতে হবে। স্বাধীনতার এতোগুলা বছর পেরিয়ে গেলেও নারীদের নিরাপত্তার প্রশ্ন উঠে বারবার যা একটি জাতির জন্য লজ্জাজনক। আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখি, যেখানে নারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা সম্ভব। পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষের বৈষম্য দূর করার মাধ্যমে আমরা সুন্দর একটি জাতি পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারব। আমরা এমন একটি দেশ চাই, যেখানে দেশের প্রতিটি মানুষ উন্নত এবং সঠিক চিকিৎসা পাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কেএসকে/এমএস

টাইমলাইন

  1. ০৮:৫৮ এএম, ২৭ মার্চ ২০২৫ শান্তির বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে
  2. ০৯:৫৭ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বিএমইউয়ের শ্রদ্ধা
  3. ০৬:০২ পিএম, ২৬ মার্চ ২০২৫ পিরোজপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে হট্টগোল
  4. ০৪:৩৫ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুর
  5. ০৪:২৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ ‘স্বাধীনতার লক্ষ্য অর্জন হয়নি, সুফল মোটেও পাইনি’
  6. ০৪:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৫ কলকাতায় বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস পালিত
  7. ০৪:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
  8. ০৩:৫৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  9. ০৩:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৫ মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থান এক নয় তবে অদ্ভুত মিল আছে
  10. ০৩:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৫ কেবল শ্রদ্ধা জানাতে পরিষ্কার হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্থাপনা
  11. ০৩:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার সেই এসিল্যান্ড প্রত্যাহার
  12. ০৩:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান, আটক ৩
  13. ০২:৫১ পিএম, ২৬ মার্চ ২০২৫ জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা
  14. ০২:৪৮ পিএম, ২৬ মার্চ ২০২৫ বাংলাদেশ হবে সবার দেশ
  15. ০২:১০ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনি প্রদর্শন
  16. ০১:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৫ মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময় হয় না: ঢাকা জেলা প্রশাসক
  17. ০১:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৫ জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা কঠিন: জোনায়েদ সাকি
  18. ০১:১১ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে দেখতে পারেন যেসব সিনেমা
  19. ০১:০০ পিএম, ২৬ মার্চ ২০২৫ বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?
  20. ১২:৪২ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত থাকার ফজিলত
  21. ১২:৪১ পিএম, ২৬ মার্চ ২০২৫ অনারারি কমিশন পেলেন ৩৯ সেনা কর্মকর্তা
  22. ১২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতার ৫৫ বছর: এক সংগ্রামী অভিযাত্রা
  23. ১২:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ টেলিভিশনে স্বাধীনতা দিবস
  24. ১২:৩৩ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
  25. ১২:২৫ পিএম, ২৬ মার্চ ২০২৫ দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: মির্জা আব্বাস
  26. ১২:২৪ পিএম, ২৬ মার্চ ২০২৫ শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, তোপের মুখে এসিল্যান্ড
  27. ১২:১৭ পিএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা: অতীতের গৌরব, ভবিষ্যতের শক্তি
  28. ১২:০৯ পিএম, ২৬ মার্চ ২০২৫ জনগণের আস্থা আনতে ঐকমত্যে পৌঁছানো ছাড়া উপায় নেই: রিজওয়ানা হাসান
  29. ১২:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫ সহযোগীদের ওপরে তোলা হয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধারা নিচে পড়ে গেছেন
  30. ১১:৪০ এএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশের গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদ
  31. ১১:১৮ এএম, ২৬ মার্চ ২০২৫ পিলখানায় ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
  32. ১১:০৩ এএম, ২৬ মার্চ ২০২৫ রাজারবাগ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
  33. ০৯:১৯ এএম, ২৬ মার্চ ২০২৫ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা কতদূর?
  34. ০৯:১৩ এএম, ২৬ মার্চ ২০২৫ ৭১ থেকে ২৫, বৈষম্য কি ঘুচলো?
  35. ০৮:৪৯ এএম, ২৬ মার্চ ২০২৫ স্বাধীনতা দিবসে বঙ্গভবন এলাকায় যান চলাচলে পুলিশের নির্দেশনা
  36. ০৮:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৫ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  37. ০৮:৩০ এএম, ২৬ মার্চ ২০২৫ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
  38. ০৮:১৩ এএম, ২৬ মার্চ ২০২৫ গৌরবময় স্বাধীনতার ৫৫ বছর

আরও পড়ুন

বিজ্ঞাপন