ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুরু হচ্ছে এস এম সুলতান উৎসব

প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৯ মে ২০১৬

দেশের কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান স্মরণে চলতি বছরের উৎসব শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি নড়াইলের ব্যবস্থাপনায় আগামী ১৯ মে, বৃহস্পতিবার এটি অনুষ্ঠিত হবে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশু স্বর্গ ও জেলা শিল্পকলা একাডেমিতে।

দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনে থাকছে সকাল ৮টা ৩০ মিনিটে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে শিশুশিল্পীদের আর্ট ক্যাম্প, সকাল ৯টা ৩০ মিনিটে এস এম সুলতানের চিত্রকর্ম ও চিত্রকর্মের রেপ্লিকা প্রদর্শনী, সকাল ১০টায় চিত্রা নদীতে শিশুদের নিয়ে নৌকা ভ্রমণ, দুপুর ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী-আদম সুরত, বিকেল ৪টা ৩০ মিনিটে শিল্পকর্ম প্রদর্শনী, বিকেল ৫-৬টা জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬-৭টা আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মো. আব্দুস সালাম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক জনাব সুবাস চন্দ্র বোস, নড়াইলের পুলিশ সুপার জনাব সরদার রফিকুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র জনাব মো. জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব মো. আশিকুর রহমান মিকু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্প সমরজিৎ রায় চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন নড়াইলের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব মলয় কুমার কুন্ডু, স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক জনাব উৎপল কুমার দাস এবং সভাপতিত্ব করবেন নড়াইলের জেলা প্রশাসক জনাব মো. হেলাল মাহমুদ শরীফ।

এরপর সন্ধ্যা ৭-৮টায় গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবে। রাত ৮-৯টা সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯-১০টা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং রাত ১০টায় চিত্রা নদীর পাড়ে বাঁধা ঘাটে শিল্প আড্ডার মধ্য দিয়ে শেষ হবে এস এম সুলতান উৎসব।

এলএ/আরআইপি

আরও পড়ুন