ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে হয়ে গেল অজ্ঞাতনামার প্রদর্শনী

প্রকাশিত: ১০:০৬ এএম, ১৮ মে ২০১৬

ফ্রান্সের কানে বসেছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। এর বাণিজ্যিক শাখা মার্কসে দু’ফিল্মে নিজ উদ্যোগে প্রিমিয়ার হলো ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘অজ্ঞাতনামা’। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ।

চলচ্চিত্রটি কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ভবন প্যালেস দু’ফেস্টিভ্যাল এর প্যালেস- আইতে ১৭ মে সন্ধ্যা ৬ টায় প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে। কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পী এবং সাংবাদিকরাই এই প্রিমিয়ার শোটি দেখার সুযোগ পেয়েছেন।

ছবিটির প্রদর্শনীতে অংশ নেন ছবিটির প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক বিক্রয় ও বিপণন ইবনে হাসান খান, ছবিটির পরিচালক তৌকির আহমেদ।

উৎসবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে নারী উদ্যোক্তা কনা রেজা, অভিনেত্রী বিপাশা হায়াত, চলচ্চিত্র পরিচালক স্বপন আহমেদ, সামিয়া জামান, অমিতাভ রেজা প্রমুখ।

প্রসঙ্গত, একইদিন অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটিরও উদ্বোধনী প্রদর্শনী হয়েছে।

এলএ/এবিএস

আরও পড়ুন