ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নায়িকা নিঝুম রুবিনাকে নিয়ে পালানোর চেষ্টা, গাড়িটি আরেক নায়িকার

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৫

রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপ্রীতিকর ঘটনা ঘটে অভিনেত্রী নিঝুম রুবিনার সঙ্গে। পরে গাড়ি থেকে লাফিয়ে বেঁচেছেন তিনি। রাজধানীর হাতিরঝিল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে ‘অপহরণের’ চেষ্টা করা ওই গাড়িটি আরেক অভিনেত্রীর বলে দাবি করেছেন নিঝুম রুবিনা।

নায়িকা নিঝুম রুবিনাকে নিয়ে পালানোর চেষ্টা, গাড়িটি আরেক নায়িকারপুলিশকে হাতিরঝিলের দুর্ঘটনাস্থলে নিয়ে যান নিঝুম রুবিনা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় নিঝুম রুবিনা জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারবো।

ঘটনার হালনাগাদ তথ্য জানতে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হয়। থানার উপপরিদর্শক সবুজ চন্দ্র পাল জাগো নিউজকে বলেন, তদন্ত চলমান। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরও কয়েকবার চেষ্টা করা হবে। না ধরলে বাড়িতে গিয়ে কথা বলা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নায়িকা নিঝুম রুবিনার স্বামী রাহুল জাগো নিউজকে বলেন, আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার। কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত নাকি অপহরণ না অন্য কিছু। আগে গাড়ির চালককে অ্যারেস্ট করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিঝুম রুবিনা, সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। পরে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাপ দিয়ে নেমে যান রুবিনা।

নিঝুম রুবিনাকে সর্বশেষ দেখা গেছে ‘লিপস্টিক’ সিনেমায়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোয়। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ ছবি দুটিতে কাজ করছেন তিনি।

বিজ্ঞাপন

এমআই/আরএমডি

বিজ্ঞাপন