মিথিলাকে নিয়ে রুনা খানও ভেবেছেন কথাগুলো
সদ্য বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে আসে তার সাবেক স্ত্রী মিথিলার নাম। কারণ এ তারকা জুটিকে সাদরে গ্রহণ করেছিল দর্শক-শ্রোতা। তাদের বিচ্ছেদে কষ্ট পেয়েছেন অনেকেই। আবার তাদের নতুন সংসার মিশ্র অনুভূতি তৈরি করেছে অনেকের ভেতরে। তাহসানের দ্বিতীয় বিয়ের পর মিথিলাকে নিয়ে যেমন নেতিবাচক আলোচনা উঠেছে, তেমনি ইতিবাচক কথাও বলেছেন অনেকে।
রুনা খান। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ও মডেল রুনা খান আজ (৮ জানুয়ারি) বুধবার ফেসবুকে শেয়ার করেছেন সে রকম একটি লেখা। আলফ্রেড নোবেল নামের এক ব্যক্তি মিথিলাকে নিয়ে যা লিখেছেন, তা ভেবেছেন রুনা খানও। সেখানে লেখা হয়েছে, ‘আপনার চারপাশে অসংখ্য সুন্দরী মেয়ে হয়তো দেখেছেন। এদের কেউ সুন্দরী, কিন্তু সে মেধাবী ছাত্রী নয়। আবার সুন্দরী প্লাস মেধাবী হলে সে গান গাইতে পারে না। গান গাইতে পারলেও আবার নাচতে পারে না। কিন্তু একটি মেয়ে যখন একজন ভালো চাকরিজীবী, মেধাবী ছাত্রী, গায়িকা ও নায়িকা এবং পাশাপাশি সে ছবিও আঁকতে পারে, বুঝতে হবে সৃষ্টির স্বর্গীয় সৌন্দর্য নিয়ে এই মেয়েটি পৃথিবীতে এসেছে। সে পৃথিবীতে শুধু খাওয়া আর ঘুমের জন্য জন্ম নেয়নি, এই পৃথিবীতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে তার জন্ম হয়েছে।’
তাহসান-মিথিলার নাম উল্লেখ না করে তাদের বিচ্ছেদ প্রসঙ্গে সেখানে বলা হয়েছে, ‘একটি সংসারে দুজন মানুষের বিচ্ছেদের পর দুটো মানুষের মাঝেই শূন্যতা বিরাজ করে। শূন্যস্থান কখনো খালি থাকে না। সেই অভিনেত্রীর শূন্যস্থানটা দখল করেছে আরেকজন পুরুষ। এতে অভিনন্দন না জানিয়ে আপনি বাজে মন্তব্য করে আপনার জাতটা চিনিয়ে দিলেন। এতে তার কি কোনো ক্ষতি হয়েছে? পুরুষ দশটা বিয়ে করলেও আপনার কিছু যায় আসে না আর নারী কোথাও সুখ খুঁজতে গেলে সে বাজারের পতিতা হয়ে যায়! আপনার যেমন শরীর আছে, নারীদেরও আছে। আপনার যেমন হৃদয় আছে, নারীরও আছে। আপনার ক্ষেত্রে ১৬ আনা হলেও নারীর ক্ষেত্রে তা চার আনাও নয়! কারণ আদিকাল থেকেই পুরুষ নিজেকে মানুষ ভেবেছে, আর নারীকে ভেবেছে তাদের গোলাম। পুরুষ যেমন রাজা হয়ে রাজ্য শাসন করতে পারে, ঠিক তেমনি পৃথিবীর ইতিহাসে অনেক নারীও যোগ্যতার সাথে রাজ্য শাসন করেছে। ক্ষুধা পেলে আপনি সিংহ হয়ে যান আর নারীকে বিলাই বানিয়ে রাখতে চান! অথচ এই পৃথিবীতে ক্ষুধার জ্বালা সকল মানুষের সমান।’
রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: সংগৃহীত
মিথিলার উচ্চকিত প্রশংসা করে ওই পোস্টে বলা হয়েছে, ‘মিথিলার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা, ছোটবেলা থেকে থিয়েটারে কাজ করা ও আজ একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়া, এসবের পেছনে তার নিজের একটা গল্প আছে। আমরা শুধু অভিনয়ের মানুষটাকে দেখি কিন্তু তার ভেতরের মানুষটাকে দেখি না। মেরিলিন মনরোর হাজারটা প্রেমিক ছিল, কিন্তু এখনো তিনি আমাদের চোখে মনরো হয়ে আছেন। সালমান খান এখনো বিয়ে করেননি, শাহরুখ খান নিজের চেয়ে এক বছরের বড় মেয়েকে বিয়ে করেছিলেন, এসব নিয়ে ভাবতে ভাবতে আমরা ভুলে যাই, শাহরুখ ও সালমান দিনশেষে আমাদের মতোই মানুষ। প্রতিটি মানুষের একটা নিজস্ব জগৎ আছে। আমাদের সবার উচিত পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করা। এই মানুষগুলোকে নিজেদের শ্রদ্ধার আসনে বসিয়ে নিজেদের তাদের মতো করে তৈরি করা।’
যে কারও ব্যক্তিজীবন নিয়ে কটাক্ষ করার সমালোচনা করা হয়েছে ওই পোস্টে। সেখানে লেখা হয়েছে, ‘যে মেয়েটি মেধাবী নয়, যে গাইতে পারে না, নাচতে পারে না অথবা যে পঙ্গু তারও একটি ব্যক্তিজীবন আছে। মানুষের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা একমাত্র অসভ্য ও ইতরদের পক্ষে সম্ভব। কিন্তু সেই সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিথিলারা ঠিক জগৎ-সংসারে নিজেদের প্রতিষ্ঠিত করে নেয়। ব্র্যাকের মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে মিথিলা যখন প্রথম স্থান অধিকার করেছে, তখন সে ছিল মা, তার সাথে তার মাত্র এক বছরের কন্যাসন্তান। তবুও পরীক্ষায় প্রথম হয়ে সে প্রমাণ করেছিল, মিথিলার জন্ম হয়েছে জেতার জন্য। অভিনয় করে মিথিলা পেট চালায় না, সে ব্র্যাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তাও বটে, যাকে পৃথিবীর অন্তত ১১টি দেশের বহু মানুষ চেনে। অভিনয় তার শখ।’
- আরও পড়ুন:
- কলকাতায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ বাজতেই কেঁদে উঠলেন মিথিলা
- মেয়েকে নিয়ে অজন্তা ও ইলোরার পথে পথে মিথিলা
লেখাটি শেয়ার করে রুনা খান লিখেছেন, ‘বহুদিন ভেবেছি এই কথাগুলো লিখবো, হয়ে ওঠেনি। আজ এই গোছানো লেখাটা দেখে পোস্ট করার ইচ্ছেটা সংবরণ করতে পারলাম না। জয়তু মিথিলা।’
ওজন ঝরিয়ে নতুন করে মডেলিংয়ে ফিরেছেন রুনা খান। অভিনয় করে যাচ্ছেন ওয়েব, সিনেমা ও টিভির সিনেমা, নাটক ও সিরিজে। কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’-এ আইনজীবী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী।