যেভাবে নায়ক হয়েছিলেন প্রবীর মিত্র
১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় আগমন ঘটে প্রবীর মিত্রর। ৪ শতাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। শুরু করেছিলেন নায়ক ফারুকের সঙ্গে, শেষ করেছিলেন ভারতের প্রসেনজিতের সঙ্গে।
অভিনয় জীবনে কখনো নায়ক, কখনো খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাকে সবচেয়ে বেশি দেখা গেছে সামাজিক সিনেমায়। প্রবীর মিত্র রঙিন ‘নবাব সিরাজ-উদ-দৌলা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া পান। স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা। নানা অসুখে ভুগে গত রাতে মারা গেছেন এই অভিনেতা।
স্কুলজীবনে নাট্যচর্চায় যুক্ত হন প্রবীর মিত্র। সেসময় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় তাকে অভিনয়ে অুনপ্রাণিত করে। পরে লালকুটি থিয়েটার গ্রুপে কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধের আগেই অভিনয় শুরু করেন সিনেমায়। দীর্ঘ ক্যারিয়ারে ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র।
পরিচালক এইচ আকবরের হাত ধরে ১৯৬৯ সালে ‘জলছবি’ নামে একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। মূলত বন্ধু এটিএম শামসুজ্জামানের সহায়তায় সিনেমায় অভিষেক হয় তার। ছবিটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। এই ছবিটি দিয়ে নায়ক ফারুকেরও সিনেমায় অভিষেক হয়েছিল।
ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবেই অভিনয় করতেন প্রবীর মিত্র। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমাটি তার ক্যারিয়ারের মাইলফলক। এই সিনেমা তাকে পরিচিতি এনে দেয়। এরপর বেশ কয়েকটি ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। গত শতকের আশির দশকে চরিত্রাভিনেতা হিসেবে কাজ শুরু করেন তিনি।
প্রবীর মিত্র অভিনীত শেষ সিনেমা ‘শঙ্খচিল’ মুক্তি পায় ২০১৬ সালে। এটি পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ। এ ছবিতে কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন প্রধান অভিনেতা। তার বিপরীতে ছিলেন ঢাকার কুসুম শিকদার। এ ছবির পর অসুস্থতার কারণে আর সিনেমায় অভিনয়ে করা হয়নি প্রবীর মিত্রের। সুস্থ হয়ে অভিনয়ে ফেরার ইচ্ছে ছিল এই অভিনেতার।
এলআইএ/এমএস