ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হবু স্ত্রীকে প্রকাশ্যে এনে গানে গানে যা বললেন তাহসান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৫

 

আজ (৪ জানুয়ারি) দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ছিল জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসানের বিয়ে। বিয়ের সংবাদ ভাইরাল হলে শুরুতে বিষয়টি তাহসান অস্বীকার করেন।

সন্ধ্যা ৬টার দিকে নতুন একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে তাহসান একটি গানের কয়েকটি লাইন লিখেছেন। এতে তাহসান খান লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

এতেই তার অনুরাগীরা সব বুঝে নিয়েছেন। সবাই বলছেন- তাহসান রোজার সঙ্গে তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন- তা নিশ্চিত করেছেন। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বেশ কিছু ছড়িয়ে পড়ে। এ ছবি দেখে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন। তিনি নিউইয়র্কে পড়াশোনা করেছেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। রোজা একজন উদ্যোক্তা বলেও তাহসান জানিয়েছেন।

২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

এমএমএফ/জেআইএম

আরও পড়ুন