ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

স্ত্রীর গয়নাও বিক্রি করেছিলেন তানভীর

মইনুল ইসলাম | প্রকাশিত: ১০:২৪ এএম, ০৩ জানুয়ারি ২০২৫

তানভীরের আর কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত বিক্রি করতে হয়েছে স্ত্রীর সোনার গয়নাও। ১ বা ২ ভরি নয়, সব মিলিয়ে প্রায় ৫ ভরি। সেই টাকা নিয়ে গিয়ে তিনি বসেছিলেন সম্পাদনার টেবিলে। অবশেষে প্রস্তুত তার বানানো সিনেমা ‘মধ্যবিত্ত’।

আজ (৩ জানুয়ারি) শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মধ্যবিত্ত’, ২০২৫ সালের প্রথম বাংলা সিনেমা। কত চড়াই-উৎরাই পেরিয়ে আসতে হয়েছে সিনেমার পরিচালককে, এই দিনটার জন্য।

মধ্যবিত্ত সিনেমার জার্নি শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে, পদ্মার পাড় থেকে। সে বছরের ডিসেম্বর মাসে নেত্রকোনার সুসং দুর্গাপুরে শেষ হয় শুটিং। এর মধ্যবর্তী সময়ে তানভীর হাসানের জীবনে বয়ে গেছে বড় বড় ঝড়।

স্ত্রীর গয়নাও বিক্রি করেছিলেন তানভীর

শুটিংয়ের খরচ জোগাতে তাকে বিক্রি করতে হয়েছিল শখের ক্যামেরা, লেন্স, এডিটিং প্যানেল। বহু কষ্টে টাকা জমিয়ে আশুলিয়ায় কেনা একটুকরো জমিও বেচতে হয়েছে। সিনেমায় ডুবে থাকবেন বলে মিরপুরের সাধের কফিশপ ‘মিরপুর টংঘর’ও বিক্রি করে দেন তিনি। সব বিকিয়ে জড়ো করা টাকায় শুরু হয়েছিল ছবির শুটিং।

যে টানাপোড়েনের মধ্যদিয়ে এই সিনেমার শুটিং হলো, সেই সিনেমার গল্পটিও টানপোড়েনের। বাঙালি মধ্যবিত্তের জীবনের গল্প সেটি। সেখানেও এলো বাধা, শিল্পীদের সঙ্গে মনোমালিন্যের জেরে সাত দিনের ফুটেজ ফেলে দিতে হলো। শিল্পী বদলে আবারও শুরু করতে হলো শুটিং।

শুটিং শেষ করে সম্পাদনায় বসতেও দরকার টাকা। পোস্ট প্রোডাকশন গেল আটকে। তখন স্ত্রীর স্বর্ণের গয়না বিক্রি করতে হলো তানভীরকে। সামনে অপেক্ষা করছিল আরও বিপদ। তানভীর বলেন, ‘ভাবসিলাম, ছবিটা হলে মুক্তি পাইলে সব ঠিক হয়ে যাবে। সেই জন্য তো সবকিছু দিয়ে চেষ্টা করছি। কিন্তু সিনেমা মুক্তির আগেই দেখা গেল আরেক সমস্যা। ছবির পোস্টারের জন্যও আমাকে টাকা দিতে হবে!’

স্ত্রীর গয়নাও বিক্রি করেছিলেন তানভীর

তানভীর জানান, ছবিটা চালাতে চেয়েছে বেশ কিছু সিনেমা হল। কিন্তু রেন্টালে সেটা কেউ নেবে না। রেন্টালে কেবল শাকিব খানের ছবি নেন হল মালিকেরা। তিনি বলেন, ‘আমার পক্ষে তো রেন্টালে ছাড়া সম্ভব না! তাই গত বছর সিনেমাটা মুক্তি দিতে পারিনি। পোস্টার ছাপা, সাঁটার খরচও আমাকে দিতে হবে। সেজন্য প্রায় দেড় লাখ টাকা ব্যয়। ওই টাকাও আমার কাছে ছিল না।’

সিনেমার পেছনে লেগে থাকতে গিয়ে আর কোনো কাজ করা হয় না তানভীরের। তিনি বলেন, ‘কোনো রকম সংসার চালায়ে গেসে আমার বৌ। কপাল ভালো কারো কাছে হাত পাততে হয়নি। তারপরও অনেক বন্ধুর লাঞ্ছনার শিকার হইছি। কোনো প্রতিবাদ করিনি। সবচেয়ে বড় সমস্যা হইছিল সেন্সরবোর্ডে ছবি জমা দেওয়ার পর। গল্পে কোনো সমস্যা নাই, নাম নিয়ে সমস্যা।

সেন্সরবোর্ডের এক সদস্যের তীব্র বিরোধিতার মুখে অনেক দিন ছবিটি আটকে ছিল। সেন্সরবোর্ডে নতুন ভাইস প্রেসিডেন্ট যোগ দেওয়ার পর গত বছরের ২৮ জুলাই ছবির ছাড়পত্র পাই।’

স্ত্রীর গয়নাও বিক্রি করেছিলেন তানভীর

‘মধ্যবিত্ত’ সিনেমার গল্পে আছে দেশপ্রেম, সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। তানভীর হাসান বলেন, ‘মানুষ তো ছবি দেখতে প্রেক্ষাগৃহে যেতে চান না। যদিও আমার ইচ্ছে সবাইকে ছবিটা দেখাতে চাই। এ সিনেমায় দেশপ্রেম ও সমাজের নানান অসঙ্গতি বিষয়ে মেসেজ আছে, যা মানুষকে মানুষ হতে সাহায্য করবে।’

‘মধ্যবিত্ত’ সিনেমায় অভিনয় করেছেন এলিনা শাম্মী, ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ, সামু চৌধুরী, রেবেকা রউফ, সাবেরী আলমের মতো শিল্পীরা।

এমআই/আরএমডি/এমএস

আরও পড়ুন