ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পাকিস্তানে বাংলায় চলবে ‘দেয়ালের দেশ’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৫

দেশের প্রেক্ষাগৃহ থেকে প্রশংসা কুড়ানো সিনেমা ‘দেয়ালের দেশ’ নিয়েছে পাকিস্তান। আগামীকাল (৩ জানুয়ারি) পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি, জানিয়েছেন ছবির নির্মাতা মিশুক মনি। দেশটির মাল্টিপ্লেক্সে ছবিটি চালানো হবে বাংলায়। তবে ইংরেজি সাবটাইটেলও থাকবে।

পাকিস্তানে ‘দেয়ালের দেশ’ ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট। পাকিস্তানে সিনেমা মুক্তির খবর জানিয়ে মিশুক মনি বলেন, ‘এটা আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ছবিটি। এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটা আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।’

‘দেয়ালের দেশ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় মিশুকের। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির তিনি অন্যতম প্রযোজকও। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমা এরই মধ্যে ঘুরেছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে।

রাজ-বুবলী ছাড়া ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

এমআই/আরএমডি