২০২৫ সালে বাজিমাত করবে ভারতের যেসব সিনেমা
ভারতের সিনেমা গেল বছরটা বেশ মাতিয়ে রেখেছিল। দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সাফল্য পেয়েছে বলিউড ও দক্ষিণ ভারতের সিনেমাগুলো। ‘পুষ্পা ২’, ‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’, ‘দেবারা’ ছবিগুলো যেমন বক্স অফিসে বাজিমাত করেছে তেমনি ‘লাপাতা লেডিস’র মতো সিনেমাগুলো কুড়িয়েছে সমালোচকদের প্রশংসায়।
সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন বছরেও প্রস্তুত ভারতের চলচ্চিত্র শিল্প। ২০২৫ সালে মুক্তি পাবে দারুণ কিছু সিনেমা। পাশাপাশি অনেক বড় বাজেটের সিনেমার কাজও শুরু হবে এই বছরে। বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষণধর্মী সাইটের সূত্রে ২০২৫ সালে ভারতের আলোচিত সিনেমার একটা তালিকা করা হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, এই সিনেমাগুলো আলো ছড়াবে এবার।
দেখে নেয়া যাক সেই তালিকা-
দেবা - এক উচ্চাকাঙ্ক্ষী থ্রিলার
২০২৫ সালের শুরু হবে ‘দেবা’ সিনেমা দিয়ে। এটি একটি অ্যাকশন থ্রিলার ছবি। পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রুজ। সিনেমাটি দিয়ে জুটি হিসেবে অভিষেক ঘটবে শহিদ কাপুর এবং পূজা হেগড়ের। এতে জমজমাট অ্যাকশন এবং নাটকীয়তা দেখা যাবে।
সিকান্দার - সালমান খানের চমক
চলতি বছরের ঈদে সালমান খান ফিরবেন ‘সিকান্দার’ নিয়ে। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন রাশমিকা মান্দানা। এই প্রথম সালমান খান ও রাশমিকাকে জুটি হিসেবে পাবেন দর্শক। এরইমধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে জুটিটিকে কেন্দ্র করে। তাদের ভক্তরা মুখিয়ে আছেন ছবিটির জন্য। এছাড়াও সিনেমাটিতে দেখা যাবে কাজল আগরওয়াল, সথ্যরাজ, শর্মান জোশি এবং প্রতীক বাব্বারকে।
ওয়ার ২ - তারকাবহুল এক আয়োজন
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ সিনেমার সিক্যুয়েলটিকে বছরের সেরা সফল সিনেমা মনে করছেন অনেকে। কারণ এতে যেমন পাওয়া যাবে অ্যাকশন ও গল্প-নির্মাণের মুন্সিয়ানা তেমনি এতে থাকবেন হৃতিক রোশান, টাইগার শ্রফ ও জুনিয়র এনটিআরের মতো তারকারা। জুনিয়র এনটিআর ছবিতে ভিলেন চরিত্রে চমক নিয়ে হাজির হবেন। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
আলফা - আলিয়া যখন সুপার এজেন্ট
‘আলফা’-তে, আলিয়া একজন সুপার এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন। অপরদিকে শর্বরী ওয়াঘও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে শিব রাওয়েল পরিচালিত ছবিটির অন্যতম চমক ববি দেওল। তিনি ছবিতে ভিলেন হয়ে আসবেন। যশরাজ স্পাই ভার্সের প্রথম মহিলাকেন্দ্রিক ছবি হতে চলেছে ‘আলফা’।
ছাবা - এক ঐতিহাসিক মহাকাব্য
এই সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ঐতিহাসিক ড্রামা হিসেবে এটি তৈরি হয়েছে। এতে মুঘল সম্রাট আওরঙ্গজেব এবং মারাঠা সম্রাট শম্ভাজী মহারাজের জীবনের গল্প উঠে আসবে। ভিকি কৌশল শম্ভাজী মহারাজের চরিত্রে অভিনয় করছেন এবং রাশমিকা মান্দানা অভিনয় করছেন ইয়েসুবাই ভোঁসলে চরিত্রে। অক্ষয় খান্নাকে দেখা যাবে সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে। এটি ঐতিহাসিক উপন্যাস ‘ছাবা’ থেকে তৈরি। বিগ বাজেটের এই সিনেমাটি চলতি বছরে ভারতের সেরা ব্যবসা সফল সিনেমা হতে পারে বলে মনে করছেন অনেক বাণিজ্য বিশ্লেষকরা।
ইমারজেন্সি - কঙ্গনা রানাউত যখন ইন্দিরা গান্ধী
কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত ‘ইমারজেন্সি’ সিনেমাটি ১৯৭০-এর দশকের ভারতের জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি। কঙ্গনা এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন। এতে আরও অভিনয় করছেন অনুপম খের, শ্রেয়স তালপদে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমান।
ফতেহ - সোনু সুদ পরিচালিত প্রথম সিনেমা
‘ফতেহ’ সিনেমার মাধ্যমে সোনু সুদ পরিচালক হিসেবে পথচলা শুরু করবেন। সেখানে তিনি এক সাবেক স্পেশাল অফিসারের চরিত্রে অভিনয়ও করছেন। সিনেমাটি অ্যাকশন-প্যাকড থ্রিলার এবং এতে আরও অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ, নসিরুদ্দিন শাহ এবং বিজয় রাজ।
স্কাই ফোর্স - আকাশে উড়বেন অক্ষয় কুমার
এটি একটি যুদ্ধ ভিত্তিক সিনেমা। এতে অক্ষয় কুমার, নির্মল কউর এবং সারী আলী খান প্রধান চরিত্রে অভিনয় করছেন। ছবিটি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সারগোধা এয়ারবেসে ভারতের পাল্টা আক্রমণের গল্পকে কেন্দ্র করে নির্মিত।
গেম চেঞ্জার - রাম চরণের রাজনৈতিক অ্যাকশন থ্রিলার
সিনেমাটি দিয়ে দারুণভাবে কামব্যাক করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের সুপারস্টার রাম চরণ। এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের কিয়ারা আদভানিকে। এই প্রথমবার তারা জুটি হয়ে কাজ করলেন। তাই দর্শকের আলাদা নজর রয়েছে তাদের উপর। রাজনৈতিক অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন এস শংকর। এটি ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ হতে যাচ্ছে।
তান্ডেল - নাগা চৈতন্যর বিবাহ পরবর্তী সিনেমা
সিনেমাটি দিয়ে নাগা চৈতন্য বিয়ের পর আবার কাজে ফিরছেন। সাই পল্লবীকে দেখা যাবের নাগার বিপরীতে। ‘তান্ডেল’ সিনেমার গল্প সৃকালাম এলাকার মৎস্যজীবীদের কাহিনির উপর ভিত্তি করে। জেলেরা একটি নিয়মিত মাছ ধরার অভিযানে গিয়ে পাকিস্তানি জলসীমায় ঢুকে যায়। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। এই গল্পে প্রেম, প্রতিশোধ, সাহস এবং দেশপ্রেমের আমেজ ফুটে উঠবে।
সাংকি - আহান শেঠির প্রত্যাবর্তন
‘সাংকি’ সিনেমার মাধ্যমে আহান শেঠি ফিরে আসছেন। এতে পূজা হেগড়েকে দেখা যাবে তার বিপরীতে। এক্সট্রিম অ্যাকশনে ভরপুর সিনেমাটি নিয়ে আশাবাদী দর্শক।
আজাদ – একটি পিরিয়ড ড্রামা
অজয় দেবগণের ভাইপো আমন এবং রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি এই সিনেমা দিয়েই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন। পাশাপাশি ‘আজাদ’ দিয়ে অভিষেক কাপুরও অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমায় প্রত্যাবর্তন করবেন। অভিনেতা অজয় ছবিতে একজন ওস্তাদ ঘোড়সওয়ার চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করবেন ডায়ানা পেন্টি। এই পিরিয়ড ড্রামা ছবিটি দেখে অনেকেই এর মিল পাবেন টারজন-দ্য ওয়ারন্ডার কার ছবির সঙ্গে। তবে কোনও গাড়ি নয় ছবির কেন্দ্রে রয়েছে আজাদ নামের একটি ঘোড়া। এই ঘোড়ার আনুগত্য এবং ভালোবাসাকে ঘিরেই এগোয় ছবির গল্প। টিজারে দেখা যাচ্ছে অজয় একজন ওস্তাদ ঘোড়সওয়ার, যিনি ঘোড়ারটির সঙ্গে এক আশ্চর্য বন্ধনে আবদ্ধ। ইংরেজ সেনার হাত থেকে পালানোর সময় অজয়ের ঘোড়াটি নিখোঁজ হয়ে যায়। ঘোড়া খুঁজে আনার দায়িত্ব পড়ে আমনের উপর। প্রাক-স্বাধীনতার ব্যাকড্রপে অভিষেক তৈরি করেছেন এই ছবি।
অক্ষয়-মাধবনকে নিয়ে অনন্যার চমক
একদিকে অক্ষয় কুমার। অন্য দিকে আর মাধবন। দুই শক্তিশালী অভিনেতার মাঝে এ বার অনন্যা পাণ্ডে। একটি নতুন ছবিতে একসঙ্গে অভিনয় করবেন তিন জন। শুক্রবার প্রযোজনা সংস্থার তরফে এই ছবির ঘোষণা করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি পরাধীন ভারতের আইনজীবী সি শঙ্করন নায়ারের বায়োপিক। ছবির প্রেক্ষাপট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি নিয়ে খুব বেশি কিছু আপাতত খুলে বলতে রাজি নন প্রযোজক কর্ণ জোহর। রঘু পালট এবং পুষ্পা পালটের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দি এম্পায়ার’ বইটি অবলম্বনে তৈরি হবে ছবিটি। পরিচালনা করবেন কর্ণ সিংহ ত্যাগী। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এটি মুক্তি পাবে চলতি বছরই।
এছাড়াও চলতি বছরে ‘লাভেয়াপা’, ‘কান্তারা: চ্যাপ্টার ১’, ‘দ্য র্যাবিট হাউস’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’, ‘মিশন গ্রে হাউস’ ছবিগুলোকেও চলতি বছরে ভারতের সেরা সিনেমার সম্ভাব্য তালিকায় রাখছেন বিশ্লেষকরা।
এলআইএ/জিকেএস