এক ‘মিনিস্ট্রি’ সামলাচ্ছেন তিশা, আরেকটি ফারুকী
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর ব্যস্ততা বেড়েছে। সম্প্রতি ‘৮৪০’ সিনেমাটি মুক্তির পর থেকে সেটার প্রচারণার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিশা। অন্যদিকে ফারুকীর কাঁেধ পড়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। এখন প্রযোজনা সংস্থা ছবিয়ালের যাবতীয় কাজও করতে হচ্ছে তিশাকেই।
আজ (১ জানুয়ারি) বুধবার দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে ছিল এক সংবাদ সম্মেলন। সেখানে ‘৮৪০’ ছবিটি নিয়ে নতুন এক ঘোষণা দেন ছবির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। তিনি জানান তিনটি টিভি চ্যানেলে দেখানো হবে।
সংবাদ সম্মেলনে ফারুকীর বিশেষ সিনেমা প্রকল্প ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রসঙ্গে জানতে চান সংবাদকর্মীরা। বলা যায়, তিশার উদ্যোগেই যাত্রা করেছিল চলচ্চিত্রের নতুন উদ্যোগ ‘মিনিস্ট্রি অব লাভ’। সিরিজের কয়েকটি সিনেমা এরই মধ্যে মুক্তি পেয়েছে। বাকি রয়েছে আরও কয়েকটি। মিনিস্ট্রি অব লাভ ছেড়ে ফারুকী এখন ব্যস্ত মিনিস্ট্রি অব কালচার বা সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে। আর ‘মিনিস্ট্রি অব লাভ’ চালাচ্ছেন তিশা।
‘মিনিস্ট্রি অব লাভ’ প্রসঙ্গে তিশা বলেন, ‘মিনিস্ট্রি অব লাভের উদ্যোক্তা ছিলাম আমি। আবার সেটা আমার ঘাড়ে এসে পড়েছে। মোস্তফা সরয়ার ফারুকী মিনিস্টার হয়ে গেছে। তিনি সামলাচ্ছেন দেশ, আমি সামলাচ্ছি ঘর ও মিডিয়া। মিনিস্ট্রি অব লাভ নিয়ে কাজ চলছে। ডিরেক্টররা লেখালেখি চালাচ্ছে, শিগগিরই আমরা আবার সেখানে ফিরে যাব। রাকা, শঙ্খ, আরিফ, অনমরা নতুন ছবিগুলো করবেন।’
তিন চ্যানেলে ‘৮৪০’, বাড়ছে রানটাইম
গত ১৩ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’। বড়পর্দার পর ৩ জানুয়ারি একযোগে দেশের তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে ছবিটি। চ্যানেলগুলো হচ্ছে আরটিভি, দীপ্ত টিভি ও চ্যানেল আই। সেখানে সিনেমাটির রানটাইম প্রেক্ষাগৃহের চেয়ে বেশি। অর্থাৎ, সিনেমাটির বর্ধিত অংশ দেখানো হবে।
আরও পড়ুন:
- রাজশাহীতে শুটিং হওয়া ফারুকীর ‘৮৪০’ আসছে
- মন্ত্রিত্ব ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের পুরস্কার নয়: ফারুকী
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, ‘৮৪০’-এর প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, ছবির অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আশুতোষ সুজন প্রমুখ।
হলে প্রদর্শনী শেষ হতেই টিভিতে ছবিটি দেখানো প্রসঙ্গে তিশা বলেন,‘এটা পলিটিকাল স্যাটায়ার। ব্যবসার চেয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাই এক হয়ে কাজটি করেছি। যে সিচুয়েশন আমরা পার করেছি, সেটা যেন রিপিট না হয় সেজন্য আমরা ছবিটি টিভিতে প্রচারের উদ্যোগ নিয়েছি, যেন আরও বেশি মানুষ এটা দেখেন।’
আরও পড়ুন:
‘৮৪০’ দেখানো হবে ৩ জানুয়ারি, রাত ৮টায় আরটিভিতে, রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল আইতে এবং রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে।
এমআই/আরএমডি/এমএস