ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অহনা এখন সৌদি আরবে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

সারা বছর শুটিংপাড়ায় ব্যস্ত সময় কাটে অহনার। হঠাৎ শোনা যায়, অভিনয় ছেড়ে দেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ক্ষমা চেয়ে নিরব হয়ে গেছেন এই অভিনেত্রী। অবশেষে জানা গেছে, সৌদি আরবে চলে গেছেন তিনি।

অহনার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তার সৌদি আরব যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই ব্যক্তি জানিয়েছেন অহনা ওমরাহ করতে সৌদি গেছেন। গত ২৫ ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে তিনি তেমন কাউকেই কিছু জানাননি।

বেশিরভাগ ক্ষেত্রেই তারকারা ওমরাহ পালনে গেলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। সবাই তার ওমরাহর ছবির অপেক্ষায় ছিলেন। কিন্তু এখনও ছবি না পেয়ে অনেকে তাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, সত্যিই কি বিনোদন অঙ্গনকে বিদায় জানাচ্ছেন এই অভিনেত্রী।

অহনা এখন সৌদি আরব

কদিন আগে হঠাৎ গুঞ্জন ওঠে, বিয়ে করেছেন অহনা। এমনকি এক সহশিল্পীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়ায়। পরে সেসব সত্য কি না খতিয়ে দেখেননি নাটকপাড়ার কেউ। জানা গিয়েছিল সম্পর্কের পরিণতি টানতে একত্রে বসেছিল দুই পরিবার। সেসময় জানা গিয়েছিল, তারা বিয়ে করতে যাচ্ছেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি অহনা ও শামীম হাসান।

পটুয়াখালীর মেয়ে অহনা মিরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বিবিএ ভর্তি হন। ২০০৭ সালে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি, ক্যারিয়ার গড়েন মডেলিং ও অভিনয়ে। টিভিনাটকের পাশাপাশি ওয়েব সিরিজেরও দেখা গেছে তাকে।

এমআই/আরএমডি/এএসএম

আরও পড়ুন