ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বরিশাল সমর্থকদের মন ছুঁয়েছে সোহেল রাজের গাওয়া থিম সং

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

বরাবরের মতেই এবারের বিপিএল ফরচুন বরিশাল নিয়ে কৌতুহলী দেশের ক্রিকেট ভক্তরা। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ফরচুন বরিশাল। বসে নেই সমর্থক শুভাকাঙ্খীরাও।

এরমধ্যে এসে গেল দলটির থিম সংও। যা দারুণ সাড়া ফেলেছে অনলাইনে। বরিশাল ফরচুনের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে গানটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ঘণ্টায় পোস্টটিতে রিয়েক্ট পড়েছে ৫২ হাজারেরও বেশি। ৬ লাখ ৭০ হাজার ভিউ হওয়া গানটি শেয়ার করেছেন দুই হাজারেরও বেশি সমর্থকরা। কমেন্টে প্রশংসায় ভাসিয়েছেন ৩ হাজারেও বেশি সমর্থক।

গানটির প্রতি এই রেসপন্স দেখে আপ্লুত এর গায়ক সোহেল রাজ। তিনি জানান, বরিশালের ভাষায় ক্রিকেট নিয়ে প্রচলিত একটি গানকে রিমেক করেছেন তিনি। এর ভিডিও পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত।

বরিশাল বি এম কলেজ, বরিশাল স্টেডিয়াম, বিসিক এরিয়া ও বিভিন্ন ঐতিহ্যবাহি স্থানে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। এ কারণে বরিশালের মানুষেরা গানটিকে আরও বেশি উপভোগ করছে বলে মনে করছেন সোহেল রাজ।

তিনি বলেন, ‌‘যদিও আমার রিমেক গানটি করার কথা ছিল না, অন্য একটি নতুন গান সিলেক্ট হয়েছিল দলটির থিম সং হিসেবে। কিন্তু পরবর্তী সময়ে এই রিমেকটাকেই বেছে নিয়েছেন দলের মালিক ও সংশ্লিষ্টরা। দলটির অধিনায়ক তামিম ইকবালও খুব পছন্দ করেছেন গানটি। এটা আমার কাছে খুবই আনন্দের এবং প্রেরণার।’

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা- ৪৬ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুর পর ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ।

এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ফাইনাল ৭ ফেব্রুয়ারি। লিগটি আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এলআইএ/জেআইএম

আরও পড়ুন