ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আলোচিত-সমালোচিত ২০২৪

শাকিবে হইচই, প্রশংসিত বুবলীর বছর

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

২০২৪ সালে ঢালিউড জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা। সেসবের মধ্যে প্রচার-প্রচারণার মাধ্যমে সৃষ্টি হয়েছিল মৃদ্যু উত্তেজনাও। এ বছর একগুচ্ছ সিনেমা মুক্তি পেয়েছে। সেসবের বেশিরভাগই দর্শক টানতে ব্যর্থ হয়েছে। তবে কয়েকটি সিনেমা আশাও জাগিয়েছে ঢালিউডে।

এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’। অন্যদিকে শাকিবের জুটি হিসেবে ঢালিউডে আসা বুবলীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে ‘দেয়ালের দেশ’ ছবিতে। বাদবাকি সিনেমাগুলো নিয়ম মেনে মুক্তি পেয়েছে আর বিস্মৃত হয়েছে। ফিরে তাকানো যাক বছরজুড়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দিকে।

জানুয়ারি মাসে মেহেদী হাসানের ‘শেষ বাজি’ দিয়ে শুরু হয়েছিল ছবি মুক্তি। তরুণদের পাশাপাশি প্রতিষ্ঠিত পরিচালকদের সিনেমাও এসেছে এ বছর। সেই তালিকায় আছেন নূরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, মোস্তফা সরয়ার ফারুকী ও আকরাম খানেরা। প্রতিশ্রুতিশীল নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক, রায়হান রাফি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে এ বছর সামনে এসেছে মিশুক মনি, ধ্রুব হাসান, কুসুম সিকদার, শঙ্খ দাশগুপ্তের নাম। বছর শেষ হচ্ছে আকরাম খান পরিচালিত জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ ছবির মুক্তির মাধ্যমে।

তুফান ছবির দৃশ্যে শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তী

তুফানের হইচই

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটি মুক্তির আগে টিজার, গান দিয়ে শোরগোল ফেলে দেয় ইন্টারনেটে। দুই বাংলাতেই ছবির গান ‘দুষ্টু কোকিল’-জ্বরে আক্রান্ত হয়। পবিত্র ঈদুল আজহায় মুক্তির পর অবশ্য ছবিটি আর তেমন ব্যবসা করতে পারেনি। এমনকি ইউটিউবে ফাঁসও হয়ে যায় ছবিটি। এমনকি অনেক আশা নিয়ে দেশের বাইরে পাঠিয়েও তেমন সুবিধা করতে পারেননি নির্মাতারা। তবে তুফান ছিল চলতি বছরের সবচেয়ে আলোচিত ও দর্শকনন্দিত সিনেমা।

যদিও শাকিব অভিনীত আরেকটি সিনেমা ‘রাজকুমার’ মুক্তি পায় পবিত্র ঈদুল ফিতরে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি তার আগের সিনেমা ‘প্রিয়তমা’কে ছুঁতে পারেনি। নভেম্বরে মুক্তি পাওয়া শাকিবের আরেকটি সিনেমা অনন্য মামুনের ‘দরদ’ও তেমন ব্যবসা করতে পারেনি। এই ঈদে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দর্শক টেনেছিল, পেয়েছিল প্রশংসা।


ফাতিমা ছবিতে তাসনিয়া ফারিণ ও সহশিল্পী

ব্যর্থ এফডিসি, স্বপ্ন দেখাচ্ছে নতুনেরা

কামরুজ্জামান রুমানের ‘লিপস্টিক’, ‘জ্বীন-২’ ছবি দুটি দিয়ে নানান রকম আলোচনা ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলেও ব্যবসা তো দূরের কথা মানুষের আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে ছবিগুলো। অন্যদিকে বিদেশি উৎসব ঘুরে আসা ‘ফাতিমা’ ছবিটি দেখেছেন অল্প সংখ্যক দর্শক। নির্মাণের গুণে প্রশংসা কুড়িয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বানানো ‘ওমর’, যাতে অভিনয় করেছেন শরিফুল রাজ। বছরের শেষ দিকে মুক্তি পায় একগুচ্ছ ছবি। সেগুলোর মধ্যে ‘৮৪০’, ‘হুরমতি’, ‘ডেনজার জোন’, ‘নয়া মানুষ’, ‘প্রিয় মালতী’, ‘নকশী কাঁথার জমিন’ ছবিগুলোর নাম করা যায়। বলা যায় সোহেল রানা বয়াতি, শঙ্খ দাসগুপ্ত, ধ্রুব হাসানের মতো তরুণ নির্মাতারা স্বপ্ন দেখাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যতের।


দেয়ালের দেশ ছবিতে বুবলী ও শরিফুল রাজ

এগিয়ে আসছেন আদর আজাদ

‘লিপস্টিক’ দিয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন আদর আজাদ। বাণিজ্যিক সিনেমার সফল নায়ক হওয়ার সম্ভাবনাময় এই তরুণকে সামনে আরও যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। অন্যদিকে শাকিবকে ছেড়ে আদরের সঙ্গে জুটি গড়া বুবলী নিজের খোলস ছেড়ে বের হতে শুরু করেছেন। তার অভিনয় প্রতিভার আঁচ পাওয়া যায় ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ ছবি দুটোয়।


লিপস্টিক ছবিতে আদর আজাদ ও পূচা চেরি রায়

পূজার মন্দ বছর

বছরটা মন্দ গেছে পূজা চেরীর। মাকে হারিয়েছেন চলতি বছরের মার্চে। মুক্তি পাওয়া সিনেমা ‘লিপস্টিক’ তেমন সাড়া ফেলেনি। তবে বছরের শেষে ওয়েব সিরিজে নাম লিখিয়ে একটা দারুণ নবযাত্রার আভাস দিয়েছেন এই তরুণ অভিনেত্রী।

সার্টিফিকেশন বোর্ড

অন্তর্বর্তী সরকার গঠনের পর চলচ্চিত্রাঙ্গনে ছোট ছোট কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেসবের অন্যতম সেন্সর বোর্ড বদলে হয়েছে সার্টফিকেশন বোর্ড। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী ১৫ সদস্যের সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে। এরপর জাতীয় পুরস্কারের জুরিবোর্ড, চলচ্চিত্র অনুদান কমিটিসহ অনেক কমিটি পুনর্গঠিত হয়েছে। এসব কমিটিতে তরুণ ও এই সময়ের আলোচিত অনেক শিল্পী, কলাকুশলীকে দেখা গেছে।