ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রণবীরকে নিয়ে মুকেশ খান্নার বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ এএম, ২০ ডিসেম্বর ২০২৪

রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েই বেফাঁস মন্তব্য করেছিলেন মুকেশ খান্না। তিনি বলেছিলেন, ‘নগ্ন হয়ে ছবি তোলে, ও কি শক্তিমান হবে!’ এবার বলিউডের আরেক রণবীরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি বসলেন। সদ্য নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’র দৃশ্য ধারণ সম্পন্ন করেছেন কাপুরনন্দন। এবার সেই সিনেমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মুকেশ খান্না।

ছোটপর্দার ‘মহাভারত’ ধারাবাহিকে ভীষ্মর চরিত্রে দেখা মুকেশকে দেখা গিয়েছিল। পরে প্রথম ভারতীয় সুপারহিরো ‘শক্তিমান’র ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। তবে সেই লিগ্যাসির দায়িত্ব রণবীর সিংয়ের হাতে অর্পণ করতে নারাজ তিনি। বলিউড এ অভিনেতাকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’র স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় রণবীর কাপুরকে রামের ভূমিকায় দেখতেও তিনি নারাজ। মুকেশের মন্তব্য, ‘অ্যানিম্যাল করার পর রামের চরিত্র অভিনয় করলে তাতে নেচিবাচক প্রভাব পড়বে।’

গণমাধ্যমের কাছে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, ‘রামের চরিত্রে অরুণ গোভিল যা করে ফেলেছেন, সেটা “গোল্ডেন স্ট্যান্ডার্ড”। আমি এটাই বলব, রামের চরিত্রে যে কেউ অভিনয় করুক, তাকে দেখলে যেন রামের মুখটা ভেসে ওঠে। রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই প্রতিভাত হবে।’

তিনি আরও বলেন, ‘রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।’মুকেশ খান্নার এমন মন্তব্যের এ নিয়ে এখন তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

এমএমএফ/জিকেএস

আরও পড়ুন