বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। তার ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। জয়া নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির টিজার প্রকাশ হয়েছে বিজয় দিবসে। মুক্তিযুদ্ধের ছবি বলেই এর মুক্তির জন্য বিজয়ের মাসকে বেছে নেয়া হয়েছে বলেও জানান জয়া।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান বানিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।
ছবিটি এরইমধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে পুরস্কার জিতেছে। ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য নমিনেশন পেয়েছিল। দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
এবার এটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। জয়া ছবিটি হলে গিয়ে দেখতে আমন্ত্রণ জানিয়েছেন দর্শককে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় গণমানুষের অংশগ্রহণের গল্প বা চিত্রটা আমাদের সিনেমাগুলোতে কম এসেছে। নকশীকাঁথার জমিন গণমানুষের অংশগ্রহণ, চাষাভুষা, গ্রামের সাধারণ যে মানুষ, তারা কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের জীবনের গল্প। এই জায়গা থেকে এটা ভীষণ রকম ইউনিক। ছবিটি সব প্রজন্মের দর্শকের দেখা উচিত।’
ছবিতে বড় বোন রাহেলার চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার ছোট বোন সালেহার চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও ইরেশ যাকের। আর দুই ছেলের চরিত্রে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি।
এলএ/জেআইএম