২৭৬ চলচ্চিত্র নিয়ে উৎসব
২৭৬ চলচ্চিত্র নিয়ে ‘১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ আয়োজন করছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এতে শতাধিক দেশের চলচ্চিত্র দেখানো হবে।
জানা গেছে, ২০ ডিসেম্বর বিকেল চারটায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ২৭ ডিসেম্বর উৎসবের পর্দা নামবে।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদের প্রতি ও শিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হয়েছে। এবারের উৎসবের ফিলিস্তিনকে কান্ট্রি ফোকাস হিসেবে নির্বাচন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি ফিকশন চলচ্চিত্র দেখানো হবে।
অন্যদিকে আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচিত করা হয়েছে। ২৬ ডিসেম্বর জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে।
জুলাই–আগস্ট আন্দোলন নিয়ে নির্মিত ‘দ্য ড্রিম, দ্য ফাইট, দ্য ভিক্টরি’নামের চলচ্চিত্রটি ২৩ ডিসেম্বর দেখানো হবে। এছাড়াও উৎসবে কয়েকটি সেশন থাকছে। এর মধ্যে নুরুল রাশেদ চৌধুরী, জহিরুল ইসলাম, রফিকুল আনোয়ার, তারেক আহমেদ, নাঈম মোহায়মেনসহ অনেকে উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন:
চলচ্চিত্র উৎসবে প্রসঙ্গে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলোকচিত্রী নাসির আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
উৎসবের শেষ দিন বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন।
এমএমএফ/এমএস