বিজয় দিবসে লন্ডন মাতাবে চিরকুট
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর লন্ডনে গাইবে চিরকুট ব্যান্ড। এটি চিরকুটের সলো কনসার্ট হতে যাচ্ছে। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘লাভ বাংলাদেশ’। দলটি তাদের ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গানগুলো গেয়ে শোনাবে লন্ডনের প্রবাসীদের।
যুক্তরাজ্য থেকে এই কনসার্টের তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টসের কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।
তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা অব্দি চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকিট। তবে করেত হবে রেজিস্ট্রেশন।
কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট।
দলটির প্রধান সুমি বলেন, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি বিভিন্নসময়। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’
এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।
চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আগামী ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।
এমআই/এলএ/এমএস