হাসপাতালে শুয়ে কী ভাবছেন পাভেল-ফারিণ
জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল ও তাসনিয়া ফারিণ শুটিংয়ে সময় আহত হয়েছেন। আজ (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েবফিল্মের শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
শুটিংয়ে একটি ড্রাইভিং দৃশ্যে স্কুটি থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। এ খবর প্রকাশের পর এ তিন তারকার অনুরাগীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। সবাইকে স্বস্তির কথা জানিয়ে এ ওয়েবফিল্মের নির্মাতা কাজল আরেফিন অমি বিকেলে একটি স্ট্যাটাসে জানান- সবাই ভালো আছে। হাসপাতালে নেওয়া হয়েছে।
এরপর রাত আটটার দিকে অমি আরও একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘খুব আনন্দ নিয়ে মজা করে শুট করছিলাম আমরা “হাউ সুইট”। দুর্ভাগ্যবশত আজকে আমাদের একটি দৃশ্য শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে।’
অমি আরও লেখেন, ‘অপূর্ব ভাইয়া আল্লাহর রহমতে বড় কোনো ইনজুরড হয়নি। কিন্তু আমাদের পাভেল আর ফারিণ ইনজুরড। ডাক্তার জানায় খুব দ্রুত ওরা সুস্থ হয়ে স্বাভাবিক কাজে ফিরতে পারবে। ওদের জন্য সবাই দোয়া রাখবেন যাতে ওরা দ্রুত সুস্থ হয়ে যায়। আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি, আর করছি সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন। আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সবার প্রতি, যারা আমার উপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন, একটি সুপার কাজ দর্শকদের উপহার দিতে। হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে কিভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে!’
স্ট্যাটাসের শেষে অমি আরও লেখেন, ‘প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
এমএমএফ/এএসএম