বাবা-মা বিশ্বখ্যাত তারকা, রেস্তোরাঁয় চাকরি করেন ছেলে
বাবা হলিউডের তারকা জনি ডেপ। মা ফরাসি গায়িকা এবং মডেল ভেনেসা প্যারাদিস। এমন বিখ্যাত ও ধনী বাবা-মায়ের সন্তান হয়েও ২২ বছর বয়সী জ্যাক ডেপ চাকরি করেন প্যারিসের এক বার ও রেস্তোরাঁয় বারটেন্ডার হিসেবে। এ বড় অবাক করা ব্যাপারই বটে। খ্যাতি আর প্রাচুর্যের ভিড়েও নিজস্বতা নিয়ে পরিশ্রমী জীবনযাত্রার উদাহরণও স্থাপন করেছেন তিনি।
সম্প্রতি জ্যাক ডেপের বারটেন্ডার হিসেবে কাজ করার খবরটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাওয়া তরুণদের জন্য এটা বেশ আশা জাগানিয়া বার্তা বয়ে এনেছে।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, প্যারিসের লেবানিজ বার ও রেস্তোরাঁ লা'এরিয়াতে বারটেন্ডার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন জ্যাক ডেপ। পারিবারিক খ্যাতি ও প্রভাব থেকে তিনি পুরোপুরি মুক্ত হয়ে নিজেকে একজন আদর্শ চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। নিভৃতে থাকতে পছন্দ করেন। রেস্তোরাঁয় আসা গ্রাহকদের মন জয় করতে তিনি পারদর্শী।
সম্প্রতি কাজ থেকে বিরতি নিয়েছেন জ্যাক। তার মতো দক্ষ কর্মীকে বিদায় জানাতে গিয়ে রেস্তোরাঁর মালিকের মন খারাপ।
লা'এরিয়ার মালিক এডুয়ার্ড চুয়েকে জানিয়েছেন, জ্যাক দুই বছর ধরে রেস্তোরাঁয় কাজ করছেন। তিনি বার ও রান্নাঘরে সাহায্য করতেন। চুয়েকে উল্লেখ করেছেন যে জ্যাক কয়েক মাস আগে কাজ ছেড়ে দিয়েছেন। তবে তিনি আশা করছেন জ্যাক আগামী বছরে কাজে ফিরে আসবেন।
চুয়েকে বলেন, 'জ্যাক একজন দারুণ ছেলে। তিনি প্রচারের বাইরে থাকতে পছন্দ করেন। একজন ভালো কর্মচারী ছিলেন। এই বাজারে তার মতো ভালো কর্মী পাওয়া কঠিন।'
প্যারিসে লা'এরিয়া রেস্তোরাঁটি ফ্যাশন ও সংগীত জগতে খুব জনপ্রিয়। জ্যাকের মা ভ্যানেসা প্যারাডিস এবং বোন লিলি-রোজ ডেপের মতো অনেক তারকাও এখানে আসেন।
জ্যাক সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। দুই বিখ্যাত তারকার সন্তান হওয়া সত্ত্বেও জ্যাক অভিনয়ে আগ্রহ দেখাননি। ২০১৪ সালে জনি ডেপ জানিয়েছিলেন, তার ছেলে শোবিজের পেশা অনুসরণ করতে চান না। তিনি নিজের মতো একটি শান্ত জীবন বেছে নিয়েছেন। এজন্য বাবা হিসেবে তিনি আনন্দিত।
এদিকে জ্যাকের বোন লিলি-রোজ হলিউডে এখন সুপ্রতিষ্ঠিত নাম হয়ে উঠেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিলি-রোজ তার ছোট ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা শেয়ার করেছেন। তিনি জানান, তারা প্রায়ই তাদের কর্মব্যস্ততার মধ্যে বাড়িতে একসঙ্গে সময় কাটান। জ্যাক একদম অন্যরকম একটা ছেলে। ওর সঙ্গ মনে প্রশান্তি দেয়। বোন হিসেবে লিলি ভাই জ্যাকের জন্য গর্ববোধ করেন।
এলএ/জিকেএস