ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাজশাহীতে শুটিং হওয়া ফারুকীর ‌‘৮৪০’ আসছে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ব্যাঙ্গ করে তিনি বানিয়েছিলেন টিভি সিরিজ ‘৪২০’। ২০০৭-০৮ সালের ওই সিরিজ এতটাই প্রখর ছিল যে, শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল প্রচার। ওই সিরিজ থেকেই মূলত খ্যাতি পান নির্মাতা ফারুকী ও অভিনেতা মোশাররফ করিম। প্রায় ১৬ বছর পর আসছে ‘৪২০’ সিরিজের সিক্যুয়েল ‘৮৪০’।

ছবিটি নিয়ে এই মুহূর্তে মুখ খুলছেন না পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনয়শিল্পীদের কেউই। তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এরই মধ্যে সিনেমাটির সব কাজ শেষ। আগামী ১৩ ডিসেম্বর সেটি আসছে প্রেক্ষাগৃহে। দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে নতুন এই ছবির পোস্টার পাওয়া যাবে সামাজিক মাধ্যমেও।

আরও পড়ুন:

আজ ৬ ডিসেম্বর শুক্রবার ফারুকী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, গত বছর ঠিক এই সময়ে আমরা শুট করছিলাম ৮৪০! সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজ সন্ধ্যা সাতটায় ট্রেলার আসছে, সম্পূর্ন দেশি মসলায় নির্মিত ৮৪০’র ট্রেলার! এক্সাইটেড! যেহেতু ট্রেলারের আগে শুটিংয়ের ফুটেজ রিলিজ করতে পারছি না, সেজন্য নওগাঁ-রাজশাহীতে কাটানো দিনগুলাতে শুটিংয়ের ফাঁকে আমরা কী করতাম, সেটার একটা ভিডিও শেয়ার করলাম।'

জানা গেছে, সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কান্ড দেখানো হয়েছে ‘৮৪০’-এ। গোপন সূত্রে জানা গেছে, এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আগস্ট মাসে ছবিটি নিয়ে ধারণা দিতে গিয়ে ফেসবুকে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই “৪২০”। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম যে, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে, এটা কোন সাহসে বানালাম?’

আজ থেকে ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল টিভি সিরিজ ‘৪২০’। যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি লাভ করেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েকজন তারকা।

এমন আই/আর এমডি/এমএস

আরও পড়ুন