মোংলায় ইত্যাদি, দেখা যাবে আজও
জনপ্রিয় টিভি ম্যাগাজিন ‘ইত্যাদি’ দেশের বিভিন্ন স্থানে তাদের অনুষ্ঠান ধারণ করে। সেই ধারাবাহিকতায় নতুন পর্ব ধারণ করা হয়েছিল সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে খ্যাত, পুরাকীর্তিসমৃদ্ধ নগরী বাগেরহাটে। গত শুক্রবার বিটিভিতে দেখানো হয় পর্বটি। দারুণ প্রশংসা পাওয়ায় পর্বটি পুনঃপ্রচারের সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। আজ (৬ ডিসেম্বর) শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে দেখা যাবে ইত্যাদির এই পর্বটি, যার মঞ্চ নির্মাণ করা হয়েছিল দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর মোংলায়।
অনুষ্ঠানের শুরুতেই ছিল বাগেরহাটকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক শিল্পীর নৃত্য। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। গান করেছেন বাগেরহাটের সন্তান, জনপ্রিয় কণ্ঠশিল্পী নাসির এবং প্রতিশ্রুতিশীল শিল্পী সানজিদা রিমি। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।
দর্শক পর্বের নিয়ম অনুযায়ী বাগেরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মধ্য থেকে ৩ জন দর্শককে নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন বাগেরহাটের জনপ্রিয় লোক বাদ্যযন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার ও তার বেশ কয়েকজন শিক্ষার্থী। তারিখ ও সময় সংক্রান্ত ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু দেখান ম্যাজিক রাজিক।
চিঠিপত্র বিভাগে বাগেরহাটের এক ব্যতিক্রমী নারী উদ্যোক্তার জীবন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়। স্থানীয় বনজীবী মোশারফ গাজী, যিনি কুমিরের আক্রমণে নিহত হন। এ নিয়ে ইত্যাদির এবারের পর্বে রয়েছে একটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর ছিল বেশ কিছু তীক্ষ্ণ ও তির্যক নাট্যাংশ।
বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের উত্তরে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি ছিল নানি-নাতি পর্ব। যথারীতি ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
আরএমডি/এমএস