মা হাসপাতালে, যে কারণে শুটিংয়ে আরশ খান
গুরুতর অসুস্থ অভিনেত্রী নীলা ইসলাম। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আরশ খানের মা তিনি। মাকে হাসপাতালে ভর্তি করে শুটিং সেটে গিয়ে হাজির হয়েছিলেন আরশ। কিন্তু কেন? মায়ের পাশে থেকে তাকে সময় না দিয়ে কেন কাজে ফিরতে হলো এই তরুণ অভিনেতাকে?
মায়ের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছিলেন আরশ খান। গত (৩ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘মা হাসপাতালে। গলা দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনও কারণ জানা যায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাই করেন, কোনো কারণেই করেন। তার পরিকল্পনা না মেনে অস্বীকার করার মতো ক্ষমতা কারও নেই। যিনি অসুস্থতা দিয়েছেন, তিনি চাইলে আম্মা সুস্থ হবেন। সবাই দোয়া করবেন।’
শুটিং করছিলেন আরশ খান। মায়ের অসুস্থতার খবর শুনে দ্রুত বাড়ি ফেরেন তিনি। রাতে মাকে হাসপাতালে পরদিন বুধবার আবারও শুটিংসেটে ফেরেন তিনি। শুটিংয়ে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন তিনি। মাকে হাসাপাতালে রেখে কেন শুটিংয়ে হাজির হলেন? জানতে চাইলে শুটিংয়ের ফাঁকে জাগো নিউজকে আরশ খান বলেন, ‘আমাদের তো এই জায়গা থেকেই টাকা আসে। আমি শুটিংয়ে এসেছি বলেই আমার মায়ের উন্নত চিকিৎসা হবে। তিনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন।’
তরুণ নির্মাতা তারেক রেজার নতুন নাটকের সেটে গিয়ে দেখা যায় মনিটরে বসেছেন আরশ। সদ্য ধারণ করা নিজের শটগুলো দেখছিলেন। তার মানসিক অবস্থা বুঝতে পারছিলেন সেটে উপস্থিত সহকর্মীরা। সবাই যেন বেশ সমঝে চলছিল তাকে। তারেক রেজা জাগো নিউজকে বলেন, ‘আরশ খান এখন জনপ্রিয় অভিনেতা। মায়ের অসুস্থতার কারণে তিনি শুটিংয়ে নাও আসতে পারতেন। কিন্তু তিনি কমিটমেন্ট রেখেছেন, শুটিং ফাঁসাননি। তার প্রতি আমরা কৃতজ্ঞ। দোয়া করি, তার মা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
বুধবারের শুটিং শেষে তারেক রেজা প্রস্তুত করছেন তার নতুন নাটক ‘বিয়েশাদী’। নাটকে আরশের সহশিল্পী তাসনুভা তিশা। আসছে (১৩ ডিসেম্বর) শুক্রবার নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
এমআই/এমএস