ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শাহরুখকে পেছনে ফেললেন তৃপ্তি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৪

‘অ্যানিমেল’ ছবির সাফল্যের পর ক্যারিয়ারের মোড় ঘুরে যায় বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির। নেটিজেনদের কাছ থেকে পান জাতীয় ক্রাশের তকমা। পরের ছবিগুলোর মাধ্যমে দর্শকের মধ্যে আলোচনা তৈরি হয় তাকে নিয়ে। এবারে দেখা গেল, জনপ্রিয়তায় বলিউড বাদশা শাহরুখ খানসহ অনেককে পেছনে ফেলে দিলেন বলিউডের নবতারকা তৃপ্তি দিমরি।

শাহরুখকে পেছনে ফেললেন তৃপ্তি

কেবল শাহরুখ নয়, আলিয়া, দীপিকা, ঐশ্বরিয়ার কাছ থেকে তিনি কেড়ে নিয়েছেন সেরার মুকুট! আইএমডিবির তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিয়েছেন তৃপ্তি। শুধু উল্লেখিত ওই তারকারাই নন, তৃপ্তি পেছনে ফেলেছেন দক্ষিণী তারকা সামান্থাকেও। সম্প্রতি, প্রকাশিত হয় আইএমডিবির সেরা ১০ জন জনপ্রিয় তারকার তালিকা, যার শীর্ষে আছেন তৃপ্তি। বলা চলে, এর মাধ্যমে তার ক্যারিয়ারের মুকুটে যুক্ত হল আরও এক নতুন পালক।

শাহরুখকে পেছনে ফেললেন তৃপ্তি

অ্যানিমেল ছবির পর থেকে তৃপ্তির ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ বাড়তে শুরু করে। আলোচনায় আসে ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে তার সম্পর্ক। তারকার মতোই সেসব গুজব-গুঞ্জনে কান দেন না তৃপ্তি। কাজকে সঙ্গী করে তিনি এগিয়ে যাচ্ছেন নিজের লক্ষ্যের দিকে। সেসব কাজ কথা বলতে শুরু করেছে।

শিগগিরই তৃপ্তিকে দেখা যাবে শাজিয়া ইকবালের পরিচালনায় ‘ধড়ক-২’ ছবিতে। এখানে তার নায়ক সিদ্ধান্ত চতুর্বেদী। দুই ভিন্ন মেরুর মানুষের প্রেমকাহিনি দেখা যাবে এই ছবির গল্পে।

আরএমডি/জিকেএস