ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

স্বামীর সঙ্গে ‘দুই চাক্কার সাইকেল’ নিয়ে এলেন আঁচল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩২ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

ঢালিউডে এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। সবার কাছে তিনি নায়িকা আঁচল হিসেবেই পরিচিত। গায়ক সৈয়দ অমিকে বিয়ে করেছেন ভালোবেসে। বিয়ের পর থেকে দুজনের স্ক্রিন কেমিস্ট্রিটাও বেশ জমেছে। অমির গানে মডেল হয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ গানটি প্রকাশ পায়। সেই গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়ে প্রশংসা পেয়েছিলেন আঁচল। গানটিতে ১০ মাসে গানটির ভিউ ২০ মিলিয়ন। এরপর এই জুটিকে আরও বেশকিছু গান-ভিডিওতে দেখা যায়।

তারই ধারাবাহিকতায় বছরের শেষ প্রান্তে আবারও সৈয়দ অমির গানে মডেল হলেন আঁচল। গানের শিরোনাম ‘দুই চাক্কার সাইকেল’।

সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে সৈয়দ অমির সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। গানটির সুর এ এন ফরহাদ এবং সংগীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। কোরিওগ্রাফিতে ছিলেন রোহান ও বেল্লাল।

অমি বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে এই গানটি তৈরি করেছি। এর ভালো একটি ভিডিও নির্মাণেও মনযোগী ছিলাম আমরা। লোকেশনের বৈচিত্রতা রাখতে দেশের সিলেটের পাশাপাশি মালয়েশিয়ায় শুটিং করেছি। আমার বিশ্বাস গানটি শুনে ও দেখে বিনোদিত হবেন শ্রোতা-দর্শক।’

অমি নিশ্চিত করলেন, তার নামের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পেয়েছে।

স্বামীর নতুন গানে মডেল হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা আঁচল বলেন, ‘বছরের শুরুতে আমাদের ‘মাতাল’ গানটি থেকে দারুণ সাড়া পেয়েছিলাম। এবার বছর শেষে আরও একটি গান নিয়ে হাজির হয়েছি। বলা যেতে পারে এটা ভিন্ন একটি কাজ। গানটি প্রকাশ্যে আসতে না আসার পর থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।’

কথাপ্রসঙ্গে আঁচল তার নতুন বছরের পরিকল্পনার কথা বলতে গিয়ে জানান, সিনেমার বাজার ভালো হচ্ছে। ভালো গল্প ও চরিত্র পেলে তিনি নিয়মিতই কাজ করতে চান। আপাতত উল্লেখ করার মতো কোনো পরিকল্পনা নেই।

এলএ/জিকেএস

আরও পড়ুন