ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নিউইয়র্কে গানের ক্লাস নিচ্ছেন দিনাত জাহান মুন্নী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:২০ পিএম, ৩০ নভেম্বর ২০২৪

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবেই বেশি পরিচিত। ১৯৯৭ সালে শওকত আলী ইমনের সুরে ‘জননেতা’ সিনেমাতে প্লেব্যাক করার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আগমন করেন। তিনি কয়েক শতাধিক প্লেব্যাকে অংশগ্রহণ করেছেন। তবে অডিও গানও আছে তার বেশ কিছু।

বর্তমানে থাকেন নিউ ইয়র্কে। সেখানেই গান শেখানো শুরু করেছেন। ক্লাস নিচ্ছেন প্রতি শুক্রবার। বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন এই গায়িকা। সেইসঙ্গে গান শিখতে আগ্রহীদেরআহ্বান করেছেন যোগাযোগের জন্য।

মুন্নী তার স্ট্যাটাসে বলেন, ‘নিউ ইয়র্কে বসবাসকারী যারা গান শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক ইনবক্সে।প্রতি শুক্রবারে আমি গানের ক্লাশ নিচ্ছি।’

প্রসঙ্গত, বর্ণমালার সাথে পরিচয় হওয়ার আগেই যেন তিনি সংগীতের সাথে পরিচিত হন। স্কুল শিক্ষিকা মা তার গানের প্রথম প্রেরণা, তিনিই ছায়ানটে তাকে গানের ক্লাসে ভর্তি করে দেন। গানের জন্য দিনাত জাহান মুন্নী মোট পাঁচবার পেয়েছেন জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার।

৭ বছর বয়সে চাঁদপুরে ‘কচি কাঁচার আসরে’ গান শুনে ঢাকা থেকে রোকনুজ্জামান খান দাদা ভাই অনেক উপহারসহ তাকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন। ১৯৮৭ সালে জাতীয় পুরস্কার পাওয়ার পর বঙ্গভবনে পেয়েছিলেন পাঁচ হাজার টাকার পুরস্কার। তৎকালীন প্রেসিডেন্ট এইচ এম এরশাদ ওই পুরস্কার দিয়েছিলেন। এরপর বাংলাদেশ বেতার থেকে ১৯৯৬ সালে প্রথম পারিশ্রমিক হিসেবে দেড়শো টাকা পেয়েছিলেন দিনাত জাহান মুন্নী।

২০০০ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রতীক্ষা’। ছয় বছর বিরতির পর লালনের গান নিয়ে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘অপার হয়ে বসে আছি’। এছাড়া আসিফের সঙ্গে তিনটি দ্বৈত অ্যালবাম মন ছুঁয়ে যাও, চলো যাই অজানায়, ফিরব না আজ বাড়ি সহ বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে তিনি গান গেয়েছেন।

আধুনিক, দেশাত্মবোধক, লালনগীতি ও হারানো দিনের গান গাইতে পছন্দ করেন দিনাত জাহান মুন্নী।

এলএ/এমএস

আরও পড়ুন