ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দুর্ঘটনার পর কেমন আছেন রুবেল

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৪

বরগুনার একটি মার্শাল আর্ট ক্লাবের উদ্বোধন করতে ঢাকা থেকে যাওয়ার পথে আহত হয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। আজ (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে তাঁতিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে রুবেল কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়ক অংকুর পল্লী উন্নয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আল্লাহর রহমতে সুস্থ আছি সবাই দোয়া করবেন আমার জন্য।

জানা গেছে, বরগুনা যাওয়ার পথে মাদারীপুরে পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ওভারটেক করে সামনে চলে আসে। এমন সময় রুবেলকে বহনকারী মাইক্রোবাসটির চালক আত্মরক্ষার জন্য রাস্তার পাশে ছিটকে যান। গাছের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে মাইক্রোবাসটি থেমে যায়। এতে মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। বড় ধরনের ক্ষতি না হলেও গাড়িতে থাকা যাত্রীরা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পান।

দুর্ঘটনার পর কেমন আছেন রুবেল

এটি সূত্র জানিয়েছে, মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রুবেলকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেছে।

আরও পড়ুন:

বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে বেশি পরিচিত রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর তিনি অভিনয় করেছেন বহু ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।

এমআই/এমএমএফ/জেআইএম

আরও পড়ুন