ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আসছে নতুন ব্ল্যাক প্যান্থার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স আবারও ওয়াকান্ডায় ফিরতে প্রস্তুত। মানে, আবারও পর্দায় আসতে চলেছে ব্ল্যাক প্যান্থার। মার্ভেল স্টুডিও অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা তৈরির কথা ঘোষণা করেনি। তবে অভিনেতা ডেনজেল ওয়াশিংটন মঙ্গলবার একটি ইঙ্গিত দিয়েছেন, সিরিজের তৃতীয় সিনেমা আসছে। সেখানে তিনি একটি চরিত্রে অভিনয়ও করবেন।

অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের টুডে শোতে ‘গ্লাডিয়েটর ২’ ছবির প্রচারের অংশ হিসেবে কথা বলতে গিয়ে ওয়াশিংটন এসব কথা বলেন। তিনি জানান, পরিচালক রায়ান কুগলার পরবর্তী ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার জন্য তার জন্য একটি চরিত্র লিখছেন।

তবে কবে নাগাদ সিনেমাটির কাজ শুরু হবে সে নিয়ে কিছুই বলেননি তিনি। আভাস দেননি এতে অন্যান্য শিল্পী কারা থাকবেন সে ব্যাপারেও।

ভবিষ্যৎ কাজের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ওয়াশিংটন বলেন, ‘জানিনা আরও কত সিনেমা করতে পারব। তবে ক্যারিয়ারের এই সময়ে এসে শুধু সেরা পরিচালকদের সাথে কাজ করতে চাই। হয়তো খুব বেশি সিনেমা করা হবে না। কিন্তু এমন কিছু করতে চাই যা আমি আগে কখনো করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি ২২ বছর বয়সে ‘ওথেলো’ চরিত্রটিতে অভিনয় করেছি। এখন ৭০ বছর বয়সে আবারও সেটা করতে যাচ্ছি। তারপর আমি হ্যানিবাল চরিত্রে অভিনয় করব। আমি স্টিভ ম্যাককুইনের সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা বলছি, সেটাও বড় কাজ হবে। এরপর রায়ান কুগলার আমার জন্য পরবর্তী ‘ব্ল্যাক প্যান্থার’ ছবিতে একটি চরিত্র লিখছেন।’

‘ব্ল্যাক প্যান্থার’ মার্ভেলের অন্যতম সিগনেচার ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে। ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি চাডউইক বোসম্যান, লুপিতা নিয়ং’ও এবং মাইকেল বি. জর্ডানের অভিনয়ে শুধু সমালোচকদের প্রশংসাই লাভ করেনি বক্স অফিসেও বিশাল সাফল্য পেয়েছিল। ১.৩ বিলিয়ন ডলার আয় করেছিল সেই সিনেমাটি, যা ছিল অপ্রত্যাশিত।

বোসম্যান ২০২০ সালে ৪৩ বছর বয়সে মারা যান। তারপর ২০২২ সালে মুক্তি পাওয়া সিক্যুয়েলটি প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে তৈরি হয়েছিল। এটি ওয়াকান্ডা এবং তার মানুষের গল্প চালিয়ে নেয়ারও একটি উপায় ছিল। এটি বক্স অফিসেও সাফল্য অর্জন করে।

এলএ/জিকেএস

আরও পড়ুন