ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার সৌদি যাচ্ছে মেহজাবীনের ‘সাবা’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১২ নভেম্বর ২০২৪

নাটক-সিনেমা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরব মনযোগী হয়েছে বিনোদনের এই খাতে। দেশটিতে বেড়েছে সিনেমা হল ও দর্শকের সংখ্যা। গেল তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সারা বিশ্ব থেকে নামিদামি নির্মাতারা সেখানে তাদের সিনেমা নিয়ে হাজির হন।

সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর জেদ্দায় শুরু হচ্ছে উৎসবের চতুর্থ আসর। সেখানে প্রতিযোগিতা বিভাগে লড়বে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ চলচ্চিত্রটি। এই বিভাগে বিভিন্ন দেশের আরও ১৫টি সিনেমা স্থান পেয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

‘সাবা’ সৌদি চলচ্চিত্র উৎসবে যাচ্ছে শুনে বেশ উচ্ছ্বসিত মেহজাবীন। তিনি বলেন, ‘এটা খুবই দারুণ খবর। মন ভালো করা খবর। আশা করছি সৌদি আরবে বাঙালি প্রবাসী ও বিদেশি দর্শক ছবটি দেখে পছন্দ করবেন।’

নির্মাতা জানিয়েছেন, সাবা হতে যাচ্ছে সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রথম সিনেমা। নির্মাতা মাকসুদ হোসেন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ সিনেমার কয়েকজন কলাকুশলীর অংশ নেওয়ার কথা রয়েছে উৎসবে।

এর আগে গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’ সিনেমার। এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় এটি।

এলএ/জেআইএম

আরও পড়ুন